সরকারি চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, অবশেষে পুলিশের জালে কাঁথির ইংরেজি শিক্ষক

নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে এমনিতেই এখন গোটা রাজ্য তোলপাড়। শাসক দলের একাধিক তাবড় তাবড় নেতাদের নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। জেলবন্দি একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী (TMC leaders)। আর এমন আবহে এবার নাম নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এল এক শিক্ষকেরও। চাকরি করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে আটক পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথির ওই ইংরেজি শিক্ষক।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম দীপক জানা। তাঁর বাড়ি মূলত ভূপতিনগর থানার মূলদা গ্রামে। তবে দীর্ঘদিন ধরেই স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে কাঁথির কুরকুলিতে শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে থাকতেন দীপক। গ্রেফতার ওই ব্যক্তি কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠে ইংরেজির শিক্ষক। এদিকে আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন মুলদা অঞ্চলের দীপকের দাদা।
বিগত কয়েকদিন ধরেই পুলিশের কাছে নানান অভিযোগ আসছিল। সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবী করছিলেন দীপক জানা। তবে একটি নয়, একাধিক চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। অবশেষে গতকাল, শনিবার সন্ধ্যেয় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাকে রবিবারই আদালতে পেশ করা হবে বলে খবর।
জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরই নয়, নানান জেলা থেকেই চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলছিলেন দীপক জানা। তিনি পেশায় শিক্ষক হলেও এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। কিছুদিন আগে আইনজীবী কৌস্তভ বাগচি ৫ কোটি টাকার একটি চাকরির দুর্নীতির অভিযোগ করেন কলকাতা হাইকোর্টে। সেই ঘটনাতেই উঠে আসে দীপকের নাম। এরপরই প্রতারিতরা টাকা ফেরতের দাবী তুলে চড়াও হন দীপকের বাড়ি।
জানা গিয়েছে, মার্চ মাসে শেষ সপ্তাহে ও এপ্রিল মাসে প্রথম সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাসিন্দা অঞ্জলি গুচ্ছাইত ও কাঁথি কিশোরনগরের বাসিন্দা চিরঞ্জিত দাস কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, ফুড সাপ্লাই দফতরে চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, কাঁথি শহরের ২১ নং ওয়ার্ডের বাসিন্দা গণেশ বানিয়া হাইস্কুলে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় ৫ লক্ষ টাকা নিয়েছিলেন ওই অভিযুক্ত শিক্ষক। এমন অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। শনিবার সন্ধ্যেয় গোপন সূত্রে খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকেই অভিযুক্ত শিক্ষক দীপক জানাকে গ্রেফতার করে পুলিশ।