রাজ্য

নাবালিকার বিয়ে রুখতে গিয়েছিলেন, পুলিশকেই বেধড়ক মারধর কনের পরিবারের, গ্রেফতার ৬

নাবালিকার বিয়ে বেআইনি হলেও এখনও রাজ্যের অনেক জায়গাতেই নাবালিকার বিয়ে দেওয়া হয়। এবার নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে জখম হল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট থানার মতিলাল পাইকপাড়ায়। জানা গিয়েছে, মতিলাল পাইকপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে খবর পায় পুলিশ। সেই খবর পাওয়ামাত্রই বিয়ের অনুষ্ঠানে হাজির হয় ঢোলাহাট থানার পুলিশ।

সেখানে গিয়ে তারাব দেখেন, বাড়িজুড়ে অনু্ষ্ঠানের আড়ম্বর। দুপুরে খাওয়াদাওয়া চলছে। যার বিয়ে হচ্ছে, সেই কনের বয়স জানতে চাওয়া হয়। কনের সঙ্গেও দেখা করতে চান পুলিশকর্মীরা। কিন্তু কনের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয় পুলিশকে।

সূত্রের খবর, কনের পরিবারের সঙ্গে বচসা বেঁধে যায় পুলিশের। তা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়। জখম হন পুলিশের গাড়িচালক। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন তিনি। এমন বচসা-হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: