কলকাতা

কালিয়াগঞ্জ কাণ্ডে সিটকে সাহায্য করছে না রাজ্য পুলিশ, ‘সিবিআইকে তদন্তভার দিলে কী ভালো হবে’, অসন্তোষ প্রকাশ বিচারপতির

কালিয়াগঞ্জ কাণ্ডের তদন্তে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তিনিই এই মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে দিয়েছিলেন। কিন্তু সেই সিটকে সাহায্য করছে না রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ উঠেছে। এর জেরে রাজ্যকে তোপ দাগলেন বিচারপতি।

আজ, বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ছিল এই মামলার শুনানি। এদিন বিচারপতি বলেন, “আদালতের নজরে স্পষ্ট, সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টা করছে রাজ্য। এ বার কি সিবিআইকে তদন্তভার দিলে ভালো হবে”?

গত এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকা ছাত্রীকে ধ’র্ষ’ণ করে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই নাবালিকার দেহ টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এর জেরে বিক্ষোভ চরমে ওঠে। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে। থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়।

নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই বিশেষ তদন্তকারী দলে ছিলেন বর্তমান আইপিএস দময়ন্তী সেন এবং দুই প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস ও পঙ্কজ দত্ত। কিন্তু এই তিন জনেরই কোনও না কোনও সময়ে প্রতিষ্ঠান বিরোধিতার ইতিহাস রয়েছে। ফলে প্রশ্ন উঠেছিল যে ইচ্ছে করেই কী কালিয়াগঞ্জের ঘটনার তদন্তে তাদের নিয়োগ করা হয়েছে। এবার তাদের সাহায্য না করার অভিযোগ উঠল রাজ্যপুলিশের বিরুদ্ধে। আর তা শুনে বেশ অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি রাজশেখর মান্থা।

আজ, বৃহস্পতিবার বিচারপতি বলেন, “সিটকে পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগ উঠছে। ফলে বলতে হচ্ছে, রাজ্য নিজেই নিজের বিপদ ডেকে আনছে। সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টা করছে রাজ্য। এ বার কি সিবিআইকে তদন্তভার দিলে ভালো হবে”?

এর জবাবে রাজ্যের তরফে আইনজীবী জানায়, “সিটকে সাহায্য করা হয়নি এ বিষয়ে রাজ্য অবগত নয়। রাজ্য মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হয়নি। আগামী সপ্তাহে শুনানি হতে পারে”।

এরপর বিচারপতি বলেন, “পুলিশ সিটকে সাহায্য করছে না। আর কিছু জানে না এটা কি হতে পারে”। তিনি নির্দেশ দেন, হাইকোর্টের নির্দেশ রাজ্য পুলিশ কেন মান্য করেনি, তা এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে।

Back to top button
%d bloggers like this: