রাজ্য
দুই বাংলাকে মিলিয়ে অভিন্ন বাংলাদেশ গড়ার ছক, ধৃত জেএমবি জঙ্গির মোবাইলে ঘেঁটে মিলল প্রোটেকটিভ চ্যাট!

বীরভূম থেকে জেএমবি সন্দেহে ধৃত জঙ্গি নাজিবুল্লাহের মোবাইলে মিলল প্রোটেকটিভ চ্যাটের সন্ধান! এখন সেই চ্যাটই ডিকোড করার চেষ্টা করছেন গোয়েন্দারা।
ধৃত জঙ্গির সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল, কাদের সঙ্গে কী কী আলোচনা হয়েছে, চ্যাট থেকে সেটাই এখন জানার চেষ্টা করে চলেছেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে একটি অভিন্ন ম্যাপও। যার একদিকে পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে বাংলাদেশ। এর পাশাপাশি, জঙ্গির বাড়ি থেকে কয়েকটি লিফলেটও বাজেয়াপ্ত হয়েছে। যেখানে ইসলামকে বাঁচাতে জিহাদের কথা উল্লেখ করা হয়েছে। সবমিলিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে।
উল্লেখ্য, জেএমবি সন্দেহে ধৃত নাজিবুল্লাহ আড়ালে তালিবানি সংগঠনের হয়েও প্রচার চালাত। “তালিবান বাহিনী তো আদতে কোনও সন্ত্রাস বাহিনী নয়!” নিজস্ব ফেসবুক পেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এহেন প্রচার চালাত ধৃত নাজিবুল্লাহ ওরফে সাকিব আলি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, বীরভূমের পাইকর এলাকার বাসিন্দা নাজিবুল্লাহ ওরফে সাকিব আলিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF।