আগামীকাল থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বঙ্গে, দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা

চলতি সপ্তাহের শুরুতেই বৃষ্টির জেরে গরম থেকে রেহাই মিললেও ফের গরমের জেরে অস্বস্তি বাড়তে শুরু করেছে বঙ্গে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বওয়ার সম্ভাবনা। শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাতত বাতাসের উপরিভাগে পশ্চিমী গরম হাওয়া বইছে। আবার বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই শীতল ভারী হাওয়া পশ্চিমী গরম হালকা হাওয়ার সঙ্গে মিশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে।
আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৭ থেকে ৯৩ শতাংশ।
শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন অর্থাৎ বুধবার পর্যন্ত এমন পরিস্থিতিই থাকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামীকাল, রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে সম্ভাবনা বেশি। সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হবে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। মঙ্গল ও বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে আজ, শনিবার ভারী বৃষ্টি হতে পারে। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।