রাজ্য

দেবের ভাইকে সামনে রেখে তোলাবাজি তৃণমূলের, আবাস যোজনায় কাটমানি, বিস্ফোরক অভিযোগ সাংসদের ভাইয়ের, প্রবল অস্বতিতে শাসকদল

তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সাংসদ-অভিনেতা দেবের তুতো ভাই। তাঁর দাবী, তাঁকে সামনে রেখে নানান সেটেলমেন্ট করছেন তৃণমূল নেতারা। এমনকি, সমস্যা মেটানোর নামে সালিশি সভা ডেকে টাকা নেওয়া হচ্ছ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এমন অভিযোগও করেন দেবের এই তুতো ভাই বিক্রম অধিকারী।

তৃণমূলের টিকিটে ভোটে জিতে ঘাটালের সাংসদ হয়েছেন দেব। তাঁর বর্তমান ঠিকানা দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন হলেও তিনি আসলে কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা। সেখানে এখনও তাঁর জ্যেঠুর পরিবার রয়েছে। আর সেই জ্যেঠুরই ছেলে এই বিক্রম অধিকারী। তাঁর এহেন অভিযোগে পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল।

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিক্রম। তাঁর কথায়, আবাস যোজনার বাড়ি পেতে তাঁকেও কাটমানি দিতে হয়েছে। বিক্রমের দাবী, ২০১৬ সালে সরকারি আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য হয়েও সেই আবাসের টাকা স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দিতে হয়েছে তাঁকে। এর জেরে সেই সময় আর তাঁর বাড়ি হয়নি।

তিনি জানান, এ নিয়ে এক মন্ত্রী, প্রশাসনিক আধিকারিককেও জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। আবাস যোজনায় একবার নাম উঠে যাওয়ার ফলে পরবর্তীতে আর আবাস যোজনার তালিকায় নাম আসেনি বিক্রমের। এর জেরে ভগ্নপ্রায় বাড়িতেই পরিবারকে নিয়ে থাকতে হচ্ছে তাঁকে।

বিক্রমের আরও অভিযোগ, তিনি যেহেতু দেবের ভাই, সেই সুযোগকে কাজে লাগাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তিনি জানান, তাঁর ঘাড়ে বন্দুক রেখে ‘শিকার’ ধরা হচ্ছে। বিক্রম অধিকারী কথায়, এলাকায় সমস্যা সমাধানের নামে নানান সালিশি সভায় তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়। আর তাঁকে সামনে বসিয়ে রেখে দেবের ভাই পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে বিবাদের ‘সেটেলমেন্ট’ করেন স্থানীয় তৃণমূল নেতারা।

বিক্রম এও জানান যে সাংসদ দেব এই বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়ে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোৎ পাঁজা বলেন, এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

Back to top button
%d bloggers like this: