শীঘ্রই মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি, ৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, ঝেঁপে বৃষ্টি হবে কলকাতা-সহ একাধিক জেলায়

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও, দক্ষিণবঙ্গে এখনও জারি গরম। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। ঘামের তাড়নায় অস্বস্তিতে ভুগছে মানুষ। কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কবে আদৌ বৃষ্টি হ? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই কলকাতাবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস। আজ, বৃহস্পতিবারই শহরে হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়। এর সঙ্গে হবে বৃষ্টিও। গুমোট গরম থেকে খানিক স্বস্তি পাবে শহরবাসী।
গতকাল, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও কিছু জেলায় আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝোড়ো হাওয়ার বেগ হতে আরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।