ফের হাওয়া বদল বঙ্গে! ঘূর্ণাবর্তের মেঘের ঘনঘটা আকাশে, ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ফের রাজ্যে বড় আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আকাশে ঘনাচ্ছে ঘূর্ণাবর্তের মেঘ। আর এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে বলে জানাল হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত প্রবল আকার ধারণ করতে পারে মঙ্গলবারই। তা শক্তি বাড়িতে এগিয়ে যাবে ওড়িশা উপকূলের দিকে। আর এর জেরেই সপ্তাহের মাঝেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েকদিনে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটে নি। অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী। ঘেমেনেয়ে নাজেহাল মানুষ। আজ, সোমবার তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলেই জানা গিয়েছে। তবে সপ্তাহের মাঝখানে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
হাওয়া অফিসের পূর্বাভাস সোম ও মঙ্গলবার এই দু’দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ, সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
জানা যাচ্ছে, আগামী বুধবার, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জুড়ে বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।