রাজ্য

WB Election 2021: রাজনাথের কথার ভাঁজে উঠে এল সৌরভের নাম, তবে কী সত্যিই মহারাজ বিজেপিতে? ফের শুরু জল্পনা

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বাংলায় নির্বাচনী প্রচারে এসে রাজনাথ সিং বলেন যে এবারের বিধানসভা নির্বাচনে সৌরভের মতোই ভোটের ময়দানে লড়বে বিজেপি। এরপরই ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হওয়া নিয়ে জল্পনা উঁকি দিতে শুরু করেছে।

এর আগেও বারবার গুঞ্জন শোনা যায় যে সৌরভকে সামনে রেখেই গেরুয়া শিবির নির্বাচন লড়তে চায়। কিন্তু এই বিষয়ে সৌরভ বা বিজেপি, কারোর পক্ষ থেকেই সরকারীভাবে কিছু ঘোষণা করা হয়নি। এরপর দাদা পরপর দু’বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সেই জল্পনায় কিছুটা ভাঁটা পড়ে।

আরও পড়ুন- চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন

এরই মধ্যে আজ পশ্চিম মেদিনীপুরে বিজেপির জনসভায় রাজনাথ সিং বলেন যে সৌরভ যখনই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতেন, তখন তিনি নিশ্চিত ছক্কা হাঁকাতেন। বিজেপিও এখন নিজের ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছে, এবার আসন্ন নির্বাচনে বিজেপি ছক্কা হাঁকাবে অর্থাৎ বাংলায় সরকার গড়বে। এদিন সভায় জনগণের উদ্দেশ্যে রাজনাথ বলেন যে বিজেপিকে নিজের ক্রিজ ছেড়ে বেরোতে পেরেছে জনতার সমর্থনে। এবার নিশ্চিতভাবেই বিজেপি সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী তিনি।

আরও পড়ুন- নদীর ধারে মিলল বিজেপি কর্মীর মৃতদেহ, অভিযোগের তীর তৃণমূলের দিকে, ভোটের মুখে উত্তপ্ত বীরভূম 

রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠটা নিয়েই ক্ষমতায় আসবে বলে দাবী করেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায়, গত লোকসভা নির্বাচনের ফলাফলই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে  যে এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল ঘটবেই। সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন রাজনাথকে জিজ্ঞাসা করা হয় যে মুখ্যমন্ত্রী নাম বা মুখ সামনে না রেখে ভোটে লড়লে, তা বিজেপির জন্য ব্যর্থতা ডেকে আনবে কী না। এর উত্তরে তিনি বলেন যে বিজেপি দলটা আসলে গণতান্ত্রিক। তাঁর মতে নির্বাচিত বিধায়করাই নিজেদের নেতা বাছাই করে নেবে।

Back to top button
%d bloggers like this: