রাজ্য

৩০ টাকায় কোটিপতি! লটারি কিনে রাতারাতি কোটিপতি রানাঘাটের বাসিন্দার

কষ্টেসৃষ্টে সংসার চলতো মাত্র ৫ হাজার টাকার উপার্জনে। ৩০ টাকার লটারি কিনে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন সেই যুবক। আনন্দে উচ্ছাসিত পরিবারের সদস্যরা।

ওই যুবকের নাম জগন্নাথ মণ্ডলে। নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গার উকিলনাড়ার বাসিন্দা জগন্নাথ। পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে কাজ করে ৫ হাজার টাকা বেতন পান তিনি। লটারি কাটার অভ্যাস তাঁর কোনওদিন ছিল না। গত বুধবার চায়ের ঠেকে একটি ছেলে অনেকদিন ধরে টিকিট কেনার জন্য আবদার করছিল তাই ওই দিন সে শেষমেশ কিনেই ফেলে।

বুধবার বিকালে খেলার রেজাল্ট বেরনোর পরই জগন্নাথ জানতে পারেন প্রথম পুরস্কার পেয়েছেন তিনিই। তাও আবার দু-এক লক্ষ টাকা নয়, এক কোটি টাকা। তিনি এবং তাঁর স্ত্রী ঠিক করেছেন, এই টাকা পেয়ে বাড়ির পাশে সর্বজনীন কালী মন্দিরটি সংস্কার করবেন এবং কিছু টাকা সামাজিক কাজেও ব্যয় করবেন।

জগন্নাথ মণ্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘লটারি কেনার অভ্যাস আমার ছিল না। মাসে একবার ওই ছেলেটি এলে আমি ৩০ টাকার টিকিট কাটতাম। বুধবারেও কেটেছিলাম, তবে সেটা বাধবে ভাবিনি। মিতালীদেবী বলেন, “ভাগ্যদেবতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তবে আমরা কোটি টাকার মালিক হব, এতটা কোনওদিনই ভাবিনি।’

Back to top button
%d bloggers like this: