নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! পিসি শাশুড়িকে হাসপাতালে দেখতে অভিষেক পত্নী রুজিরা

নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে বেশ ভাল রকমের চোট লেগেছে। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানেই তাঁকে দেখতে আসছেন ভিভিআইপিরা। এসেছেন বিরোধী দলনেত্রীরাও।
এবার নিজের পিসি শাশুড়িকে দেখতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-কে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা
বিধানসভা নির্বাচনের আবহে কিছুদিন আগেই কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে যুব তৃণমূল সভাপতির বাড়ি ‘শান্তিনিকেতন’ পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। সেদিন সিবিআই আসার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলসুপ্রিমো। সেখানে তিনি মিনিট ১৫-২০ কাটিয়ে অভিষেকের মেয়ে আজানিয়াকে সঙ্গে নিয়ে বেড়িয়ে যান। এদিন যেন সেই ঘটনারই পুনঃরাবৃত্তি ঘটল এসএসকেএম হাসপাতাল চত্বরে। পিসিশাশুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএম হাসপাতালে এলেন রুজিরা। সঙ্গে ছিলেন স্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
প্রাপ্ত খবর অনুযায়ী এদিন প্রকাশ্যে এলেও সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে গেছেন রুজিরা। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পিসিশাশুড়ির সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন তিনি। তাঁর চিকিৎসা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এদিন অভিষেক রুজিরার সঙ্গে থাকলেও তিনিও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন। মমতা আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই সেখানে পড়ে রয়েছেন অভিষেক। গতকাল মুখ্যমন্ত্রী হাসপাতালের বিছানায় শুয়ে যে বিবৃতি দিয়েছেন সেই ভিডিও বার্তা তুলে ধরে ছিলেন অভিষেকই।