‘কোনও আর্থিক লেনদেন হয়নি কুণালের সঙ্গে’, ইডি-র ম্যারাথন জেরায় দাবী সায়নীর

নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল, শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। এদিন ইডির জেরায় তিনি জানান যে নিয়িগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি তাঁর। নিজে ঋণ নিয়ে দু’টি ফ্ল্যাট কিনেছেন তিনি, এমনটাই দাবী সায়নীর। যদিও এই সংক্রান্ত কোনও নথি তিনি জমা দেন নি।
ইডি সূত্রে খবর, সায়নী জানিয়েছেন যে ব্যাঙ্ক থেকে লোণ নিয়ে তিনি দু’টি ফ্ল্যাট কিনেছেন। একটি তাঁর নামে যেটির দাম ৮০ লক্ষ টাকা। আর অন্যটি তাঁর মায়ের নামে যেটির দাম ৩৫ লক্ষ টাকা। এছাড়াও পৈতৃক বাড়ি রয়েছে তাঁর।
সায়নী ইডি-কে জানান, ৮০ লক্ষা টাকার ফ্ল্যাটের জন্য তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৬০ লক্ষ টাকার একটি লোণ নিয়েছেন আর বাকি ২০ লক্ষ টাকা নগদ দিয়েছেন তিনি। সায়নী জানান, তাঁর ও তাঁর মায়ের সঞ্চিত অর্থ থেকেই ওই ২০ লক্ষ টাকা জমা দেন তিনি।
তাঁকে ইডি প্রশ্ন করে, কুন্তল কী তাঁকে সেই ২০ লক্ষ টাকা দিয়েছিলেন? একথা অস্বীকার করেন সায়নী। ২০২০ ও ২০২১ সালে দু’টি ফ্ল্যাট কেনা হয়। ইডি’র প্রশ্ন, তাহলে এই ২০ লক্ষ টাকা তাহলে এল কোথা থেকে?
কুন্তলের সঙ্গে সায়নীর কোনও ব্যাঙ্ক লেনদেনের তথ্য নিয়ে সন্ধিহান ইডি। সেক্ষেত্রে কুন্তল সায়নীকে ওই ২০ লক্ষ টাকা নগদে দিয়েছিলেন কী না, সেই তথ্যই ইডি জানার চেষ্টা করছে। ওই ঋণের ইএমআই প্রত্যেক মাসে কীভাবে মেটানো হচ্ছে, সে বিষয়েও নথি পরীক্ষা করতে চান আধিকারিকরা।
এই ঋণের সাপেক্ষে কোনও তথ্য বা নথি জমা দেন নি সায়নী। আগামী বুধবার ফের তাঁকে তলব করা হয়েছে। সেদিন এই সংক্রান্ত নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেত্রীকে। এখনও পর্যন্ত সায়নীর একটি গাড়ির সন্ধান মিলেছে। অভিযোগ, তাঁর এই গাড়িটি কুন্তলের দেওয়া। তবে ইডি এই নিয়ে প্রশ্ন করলে সায়নী জানিয়েছেন তিনি নিজে এই গাড়ি কিনেছেন। এই গাড়ি কেনার নথিও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।