রাজ্য

‘পুলিশ অফিসার ঘুষ খায়, কোনও কাজ করে না, মুখ্যমন্ত্রীকে নালিশ করব’, অর্জুনের পর পুলিশের ভূমিকা নিয়ে এবার বিস্ফোরক সৌগত

এর আগে অর্জুন সিংও কিছুটা এমনই ভাব প্রকাশ করেছিলেন। এবার তা জিইয়ে রাখলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, কিছু পুলিশ ঘুষ নেয়, কোনও কাজ করে না। তিনি এও বলেন, পুলিশ কাজ না করলে তিনি মুখ্যমন্ত্রীকে নালিশ জানাবেন।

গত বুধবার ব্যারাকপুরের এক সোনার দোকানে দুষ্কৃতীদের হামলা ও গুলিতে মৃত্যু হয় ওই দোকানের মালিকের ছেলের। দোকানের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা কীভাবে তাণ্ডব চালিয়েছে, তা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। দোকানের মালিকেরও পায়ে গুলি লাগে।  ভর সন্ধ্যায় এমন জনবহুল এলাকাত এই ধরণের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গতকাল, শুক্রবার কামারহাটিতে এক অনুষ্ঠানে গিয়ে ব্যারাকপুর শুটআউট প্রসঙ্গে সৌগত রায় বলেন, “ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইনের পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছে। তিন বছর আগে মনীশ শুক্লা খুন হয়েছিলেন”।

তিনি আরও বলেন, “সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আমি মনে করি পুলিশ ভাল কাজ করার চেষ্টা করছে। কিছু পুলিশ অফিসার আছে, যারা ঘুষ খায়, কাজ করে না। তবে সবাই খারাপ নয়”।

এদিন সৌগত রায় এও বলেন, পুলিশ কাজ করছে না এমন অভিযোগ পেলে তিনি তা মুখ্যমন্ত্রীকে জানাবেন। তাঁর কথায়, “আমি পুলিশের কোনও দালাল নই। আমি কোনও গুন্ডা নিয়ে গাড়িতে চলাফেরাও করি না। আমি বিশ্বাস করি, আমি যদি কাউকে না মারি, তাহলে সে কেন আমাকে মারবে। আমি যদি শান্তিতে থাকি তাহলে কোনও গুন্ডা আমাকে কিছু করতে পারবে না। পুলিশ যদি কোনও ভুল করে তাহলে আমাকে জানান। থানার আইসি কাজ না করলে আমাকে জানান আমি কমিশনারকে বলব। কমিশনার যদি কাজ না করে আমাকে জানান আমি মুখ্যমন্ত্রীকে বলব। আমি একজন রাজনৈতিক লোক, আমি যাকে খুশি অভিযোগ জানাতে পারি”।

এই প্রসঙ্গে শাসক দলকে একহাত নেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “উনি স্বীকার করে নিচ্ছেন পুলিশ ঘুষ খাচ্ছে। অর্জুন সিং-ও মানতে বাধ্য হচ্ছেন পুলিশ-গুন্ডাদের যোগসাজশ রয়েছে। ওঁরা এত বড় নেতা, পুরনো লোক, ওঁরা কেন সামলাতে পারছেন না? নাকি পুলিশের কন্ট্রোলে আর কিছু নেই”।

Back to top button
%d bloggers like this: