‘যেদিন ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হবে, কালীঘাটে সেদিন বোমা পড়বে’, পঞ্চায়েত নির্বাচনের আগে বিস্ফোরক দাবী সৌমিত্র খাঁ-র

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে খুব শীঘ্রই লড়াই হবে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। এমনটাই মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে।
সাম্প্রতিককালে একের পর এক দুর্নীতি ও নানান ইস্যু নিয়ে তৃণমূলকে বারবার কটাক্ষ করে এসেছে। শাসকদলের সঙ্গেও একাধিক সময়ে বিতর্কে জড়াতে দেখা গিয়েছে সৌমিত্র খাঁ-কে। এবার তিনি কটাক্ষ শানিয়ে বলেন, “ভাইপোর সঙ্গে যেদিন ফিরহাদের লড়াই হবে, সেদিন কালীঘাটে বোমা পড়বে। সবাই দেখবে সেটা”।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে নানান রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে শাসকদলকে নানানভাবে শানাতেও কোনও কসুর করছে না বিজেপি। শুধু তাই-ই নয়, সাম্প্রতিক সময়ে নানান ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্বকে সামনে আনতেও নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির।
এরই মধ্যে বিস্ফোরক দাবী করে ফিরহাদ হাকিম বলেন, “ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কোনদিনই ভালো নয়। ওদের মধ্যে যখন লড়াই লাগবে, তখন কালীঘাটে বোমা পড়বে। সেটা খুব তাড়াতাড়ি হবে। ২০০৯ সালের পরে অনেকেই জানেন যে, ফিরহাদ কালীঘাটে পাথর ছুঁড়েছিল আর এবার সেখানে বোমা পড়তে দেখবে সবাই”।
পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে সৌমিত্র বলেন, “তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হল, বোমা তৈরি করে তা সবাইকে মারা। ওরা কখনোই পঞ্চায়েত ভোটকে শান্তিপূর্ণভাবে হতে দিতে চাইছে না। তবে বিজেপি চায়, মানুষ যাতে নিজেদের ভোট নিজেরাই দেয়। যদি দরকার হয়, আমরা আদালতে পর্যন্ত যাব। তবে ওদের দল মানেই বোমা তৈরির সংস্কৃতি। দক্ষিণ বর্ধমানের তৃণমূল বিধায়ক খোকন দাস দ্বিতীয় অনুব্রত মণ্ডল হতে চাইছেন। বর্ধমানে যেভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে, তার পেছনে ও রয়েছে। খুব দ্রুত বর্ধমানের কেষ্ট হয়ে ঢুকবে”।