চিনতেই পারলেন না নিরাপত্তারক্ষীরা, অভিষেকের কর্মসূচিতে গিয়ে নিরাপত্তারক্ষীদের ধাক্কায় বেসামাল অখিল, বেজায় চটলেন মন্ত্রী

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য আপাতত পূর্ব মেদিনীপুরে রয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই নবজোয়ার কর্মসূচির মধ্যেই ঘটে গেল এক বিশৃঙ্খল ঘটনা। কাঁথিতে কারামন্ত্রী অখিল গিরিকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল অভিষেকের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা মন্ত্রী অখিল গিরিকে চিনতে পারেননি। জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন ঢুকছিল তখন তাঁকে স্বাগত জানানোর জন্য অখিল গিরি দাঁড়িয়েছিলেন। বেশ ভিড়ও ছিল এলাকায়। সেই ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খান তৃণমূল নেতার নিরাপত্তাপক্ষীদের।
সূত্রের খবর, অখিল গিরিকে চিনতে না পেরেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যান কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা কাটাকাটিও চলে বলে জানা গিয়েছে। প্রায় ২ মিনিটের বেশি সময় ধরে ধস্তাধস্তি চলে।
এদিন বিকেল ৩টের সময় কাঁথির অস্থায়ী ক্যাম্প থেকে দেশপ্রাণ ব্লকের দিকে যায় অভিষেকের কনভয়। সেখান থেকে যায় চণ্ডীভেটির উদ্দেশে। অভিষেকের কনভয় এসে দাঁড়ায় মুকুন্দপুর বাজার মোড়ে। সেখানেই অপেক্ষা করছিলেন মন্ত্রী অখিল গিরি। সেখানেই এমন ধাক্কাধাক্কির ঘটনা ঘটায় রীতিমতো রেগে যান কারামন্ত্রী। এই ঘটনার জেরে পুলিশ-প্রশাসনের অস্বস্তিও বেড়েছে।
সূত্রের খবর, এই ধরনের কর্মসূচিতে কোন কোন ভিআইপি, মন্ত্রীরা আসছেন, সেই তালিকা সাধারণত আগে থেকেই তৈরি থাকে। কিন্তু এরপরও অখিল গিরিকে কীভাবে অভিষেকের নিরাপত্তারক্ষীরা চিনতে পারলেন না, তা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এ ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলতে রাজি হননি অখিল গিরি।