রাজ্য

নবজোয়ার কর্মসূচিতে অভিষেককে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন ২২৪৫ পুলিশ, ব্যাঙ-গরু তাড়াতেও লোক, সরকারি নথি দেখিয়ে কটাক্ষ শুভেন্দুর

জেলায় জেলা নবজোয়ার কর্মসূচি করছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গোটা সময়টা তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিষেকের নিরাপত্তাতে ঠিক কত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেসবের নথি তুলে ধরে এবার কটাক্ষ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সেই নথি রাজ্য-রাজনীতিতে বেশ শোরগোল ফেলে দিয়েছে।

শুভেন্দু অধিকারী যদিও টুইটে সরাসরি অভিষেকের নাম উল্লেখ করেন নি। টুইটে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ(এসপিজি)। দেশের সর্বোচ্চ সুরক্ষা বলয় সেটাই হওয়া উচিত। এটা কি ঠিক? না ভুল”।

তাঁর সংযোজন, “এবার দেখে নিন ভাইপো প্রোটেকশন গ্রুপের বহর। একদিনে(আজ) ২২৪৫ জন পুলিশ পার্সোনেলকে মোতায়েন করা হয়েছে। শুধু মাত্র ১ জনের সুরক্ষার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো হিসাবে। গোটা পৃথিবীতে রাষ্ট্রপ্রধানদের সুরক্ষা বিবর্ণ লাগবে এই সুরক্ষা বলয় দেখলে। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। গত মাসের দিকে তাকালে আমরা দেখতে পাব শুধু বিস্ফোরণেই প্রচুর মানুষ মারা গিয়েছেন। অগণিত খুন( রাজনৈতিক খুন সহ), নারীদের বিরুদ্ধে একের পর এক নির্যাতন”।

তিনি আরও লেখেন, “দক্ষিণবঙ্গের থানা প্রায় খালি হয়ে গিয়েছে। শুধু একজনের সুরক্ষার জন্য় চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কারণ তিনি রাজনৈতিক সফরে বেরিয়েছেন। রাজ্যের হোম ডিপার্টমেন্ট সাধারণ মানুষের কথা ভাবছেই না। তাদের অগ্রাধিকার শুধু একজন মানুষের জন্য। আর বাংলার সাধারণ মানুষের জন্য কোনও সুরক্ষার বালাই নেই। শুধু বড় কোনও বিপদের আশঙ্কায় দিন গুনছেন তারা”।

এখানেই থেমে থাকেন নি বিজেপি নেতা। সরকারি নথি উল্লেখ করে শুভেন্দু লেখেন, “পুলিশকে ১৪ পাতা দীর্ঘ নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে কয়েকটা একেবারে চমকে দেওয়ার মতো। ৩০মে থেকে ২ জুন পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সকাল থেকে মিটিংয়ের কাছে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক”। তিনি এও দাবী করেন, ব্যাঙ, সাপ, গরু, হনুমান যাতে আশেপাশে না থাকে, তা নিয়েও সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল।

Back to top button
%d bloggers like this: