এক সপ্তাহের জন্য বাতিল হাওড়া-বর্ধমান লাইনের একাধিক লোকাল, চরম দুর্ভোগের মুখে পড়বেন নিত্যযাত্রীরা

সপ্তাহের শুরু থেকেই চরম দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। প্রায় এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একাধিক লোকাল। আজ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বাতিল করা হয়েছে এই ট্রেনগুলি। বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলাচলও ব্যাহত হতে পারে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বারুইপাড়া-চন্দনপুর শাখায় রেলের চতুর্থ লাইন বসানোর কাজ চলছে। এই কারণে আগামী পাঁচদিন বর্ধমান-হাওড়া কর্ড লাইনে প্রতিদিন ৪২টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আপ এবং ডাউন দুটি লাইনেই বাতিল করা হয়েছে হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস।
কর্ড লাইনে শিয়ালদহ থেকে বর্ধমানগামী বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, চতুর্থ লাইম বসানোর জন্য ওই লাইন দিয়ে যাতায়াত করা ৫৬টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেও খবর।
এর জেরে সপ্তাহের শুরু থেকেই বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। অনেকেই রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। যাত্রীদের কথায়, ছুটির দিনগুলিতে এই কাজগুলো করতে পারত রেল। কাজের দিনগুলো বাদ দিয়ে শনি-রবিবার এই কাজ করলে যাত্রীদের দুর্ভোগও কম হত। তাদের এও দাবী যে রেলের তরফে এই বিষয়ে বারবার ঘোষণা করে যাত্রীদের আগের থেকে অবগত করা উচিত ছিল।
অন্যদিকে, রেলের আধিকারিকদের দাবী, যাত্রীদের কথা ভেবেই আগে থেকে সংবাদমাধ্যমে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুধু তাই নয়, রেলের তরফে এও জানানো হয়েছে যে নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবেই ৪ জোড়া স্পেশাল ট্রেন ডানকুনি হয়ে সোম থেকে শুক্রবার পর্যন্ত চালানো হবে।