দুঃসংবাদ! চলবে লাইন ইন্টারলকিংয়ের কাজ, হাওড়া লাইনে ১৩ দিনের জন্য বাতিল একগুচ্ছ লোকাল, দুর্ভোগ বাড়বে নিত্যযাত্রীদের

ফের দুঃসংবাদ নিত্যযাত্রীদের জন্য। হাওড়া লাইনে ইন্টারলকিংয়ের কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে চন্দনপুর, কামারকুন্ডু, বারুইপাড়া লাইনে একগুচ্ছ লোকাল বাতিল করা হয়েছে। এর জেরে চরম দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের। আজ, ১৫ই ডিসেম্বর থেকে আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে একাধিক লোকাল।
এই ১৩ দিন যে ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল-
- হাওড়া থেকে- ৩৬৮২৭, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০১১, ৩৬০৭১
- মশাগ্রাম থেকে- ৩৬০৮৪,৩৬০৮৬
- বর্ধমান থেকে- ৩৬৮৪০
- গুড়াপ থেকে- ৩৬০৭২
- বারুইপাড়া- ৩৬০১২
এই প্রথম নয়, কয়েকদিন আগেও চতুর্থ লাইনের কাজের জন্য এই তিনটি স্টেশনের ট্রেন চলাচল বন্ধ ছিল। গত ২৯শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর ফের চালু হয় পরিষেবা।
এরপর কয়েকদিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ফের লাইনে কাজের জন্য রেলের তরফে এই তিনটি স্টেশনে কয়েকদিনের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বলে রাখি, কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। প্রতিদিন অনেক অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষ এই স্টেশনগুলিতে যাতায়াত করেন। এর জেরে আগামী ১৩ দিন ট্রেন বাতিলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেশ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।