রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের মুখে দিনহাটায় শক্তিক্ষয় তৃণমূলের, নিশীথের হাত ধরে বিজেপিতে যোগ পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ একাধিক তৃণমূল কর্মীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। শেষ হয়েছে মনোনয়ন পর্ব। কিন্তু পঞ্চায়েত ভোটের আগেই বড় ধাক্কা খেল তৃণমূল। টিকিট না পেয়ে দল ছাড়লেন একাধিক তৃণমূল কর্মী। গতকাল, বৃহস্পতিবার দিনহাটা  নম্বরে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও একাধিক কর্মী যোগ দেন বিজেপিতে।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত থেকে পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দিলেন দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন দিনহাটা ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, সহ-সভাপতি পরীক্ষিত রায়। 

জানা গিয়েছে, কোচবিহার এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহেশ্বর বর্মণ, দিনহাটার বুড়িরহাট ২ ম্মন্র অঞ্চলের প্রধানও বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনায় শাসক দলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। নিশীথ প্রামাণিক বলেন, “পুরনোদের আর কোনও গুরুত্ব নেই দলে। প্রত্যেকেই দল ছেড়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন”।

এদিন বিজেপিতে যোগদান করে মফিজুল হক বলেন, “ভোটে দাঁড়ানোই উদ্দেশ্য নয়, উদয়ন গুহর শেষ দেখাই আসল লক্ষ্য। তৃণমূল দলে পুরনো কর্মীদের গুরুত্ব নেই। কিছু বলতে গেলেই ভয় দেখিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। উনি টাকার বিনিময়ে প্রতিটা অঞ্চলে টিকিট দিচ্ছেন”। যোগদানকারীদের সকলেই উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল, বৃহস্পতিবারই শেষ হয়েছে মনোনয়ন পর্ব। শেষ দিনেও উত্তপ্ত ছিল ভাঙড়। ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আইএসএফ  প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়। সঙ্গে চলে গুলি। এদিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই আইএসএফ কর্মীর। পুলিশের সামনেই চলে বোমা-গুলি।

Back to top button
%d bloggers like this: