বিপুল ছাড়! ৮০ হাজার টাকার আইফোন পেয়ে যান মাত্র ২১ হাজারে, এখনই অর্ডার করুন Apple-এর নতুন ভার্সনের ফোন

কিছু মাস আগেই লঞ্চ হয়েছে আইফোন ১৪। এই ফোনের ফিচার্স মোটামুটি আইফোন ১৩-এর মতোই। অনেকেই এখনও আইফোন ১৪ কিনে উঠতে পারেননি। নানান ই-কমার্স সাইটে নানান অফারও চলে মাঝে মধ্যেই। এবার এক দুর্দান্ত অফার নিয়ে হাজির এক ই-কমার্স সাইট।
আইফোন ১৩-এর উপর এবার মিলছে দারুণ ছাড়। ২বছর পুরনো এই স্মার্ট ফোনে এখন প্রায় ৪৯,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। বাজারে আইফোন ১৩-এর মূল্য ৭৯,৯০০ টাকা। কিন্তু এখন এই ফোন পাওয়া যাবে মাত্র ২১ হাজার টাকাতেই।
কীভাবে এত কম দামে মিলবে এই ফোন?
জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এমন বিপুল ছাড়। প্রায় ১০,৯০১ টাকা ছাড় দেওয়ার পর ই-কমার্স ওয়েবসাইটে আইফোন ১৩ এর দাম রাখা হয়েছে ৫৮,৯৯৯ টাকা। যে সমস্ত গ্রাহক ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে ফোনটি কিনবেন তারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
এই অফার যোগ করলে ফোনের দাম কমে দাঁড়াবে ৫৬,০৫০ টাকা। উপরন্তু, গ্রাহকরা যদি নিজেদের পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা ছাড় পেতে পারবেন। সমস্ত অফার যোগ করে নুন্যতম ২১,০৫০ টাকাতেই আপনি পেয়ে যেতে পারেন আইফোন ১৩।
কী কী ফিচার্স রয়েছে আইফোন ১৩-এ?
এই আইফোন ১৩-এ মিলবে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে রয়েছে নাইট মোড সহ ১২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ রয়েছে এই ফোনে। এছাড়াও, ৪-কে ডলবি ভিশন এইচডিআর রেকর্ডিং করা যাবে আইফোন ১৩-এ।
টানা ১৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে এই ফোনে। রয়েছে ৩২৪০ মেগা হার্টজ ব্যাটারি ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। স্টারলাইট, মিডনাইট, ব্লু, পিঙ্ক, রেড এবং গ্রিন, এই রঙগুলির ভ্যারিয়েশন মিলবে আইফোন ১৩-এ।
স্টোরেজের ক্ষেত্রেও রয়েছে নানান ভ্যারিয়েশন। রয়েছে ১২৮ জিবি স্টোরেজ-৪ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ-৪ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ-৪ জিবি র্যাম। ৫জি ও ৪জি কানেক্টিভিটি রয়েছে এই ফোনে।