উত্তরবঙ্গ ভিজবে বৃষ্টিতে, দক্ষিণের মানুষ ভিজবে ঘামে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাটিংয়ে এবার ইতি, ফের ভোলবদল আবহাওয়ার

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই গত ৩-৪ দিন ধরে দক্ষিণবঙ্গে বেশ লাগাতার বৃষ্টি হয়েছে। ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম থেকে মিলেছিল মুক্তি। কিন্তু এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ইনিংস সাঙ্গ। এবার বৃষ্টির স্পেল বাড়বে উত্তরবঙ্গে। আর সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে গরম।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে রাজ্যের কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা-মাঝারি বৃষ্টি হবে। আকাশ মূলত মেঘলাই থাকবে। তবে আগামীকাল, রবিবার থেকে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। আর এর জেরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি পোহাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
জানা গিয়েছে, আজ, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবে, মঙ্গলবার পর্যন্ত কলকাতায় তাপমাত্রা একটু একটু করে বাড়বে। এর সঙ্গে তো রয়েছেই আর্দ্রতাজনিত অস্বস্তি। মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা সরে গেলে বৃষ্টি কমবে। আর বাড়বে তাপমাত্রা।
কী খবর উত্তরবঙ্গের?
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে। এর জেরে বাড়বে তাপমাত্রা।
নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে
এরই মধ্যে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের অভিমুখ ওড়িশার দিকে। তবে এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে বলে খবর। এই সময় উত্তরবঙ্গেও আবার বৃষ্টি হলেও হতে পারে।