রাজ্য

‘সুরক্ষকবচ’! ‘আমি ওকে বলেছি সিঁদুর পরতে, আমি যতদিন বাঁচব, ও সিঁদুর পরবে’, রত্নার প্রশ্নবাণে বৈশাখীর ঢাল হয়ে দাঁড়ালেন শোভন

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সিঁদুর পরার অধিকার তিনি নিজেই দিয়েছেন। ফেসবুক লাইভে এসে সকলের সামনে সেকথা জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এরই সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, বৈশাখীর সিঁদুর পরা নিয়ে প্রশ্ন করার কোনও অধিকার তাঁর নেই।

গতকাল, সোমবার শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলার জন্য তারা গিয়েছিলেন আদালতে। এদিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন যে রত্না চট্টোপাধ্যায় প্রচুর লোকজন নিয়ে আদালতে যাচ্ছেন। তারা নানানভাবে ভয় দেখাচ্ছে তাঁকে।

বৈশাখীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি তোলা হচ্ছে। এই নিয়ে সরাসরি তিনি বিধায়ককে আক্রমণ করেন। রত্নার অনুগামীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগ আনেন বৈশাখী। পাল্টা রত্না বলেন, “ভয়ের কোনও কারণ নেই। উনি তো ছেলেধরা। কেউ ওনাকে কিছু করবে না”। রত্না এও জানান যে প্রয়োজনে আরও বেশি লোকজন নিয়ে যাবেন তিনি।

এদিন ফের একবার শোভন ও বৈশাখীকে আক্রমণ করেন রত্না। তাঁর কথায়, “কেন সিঁদুর পড়েন বৈশাখী? ওনার তো ডিভোর্স হয়ে গেছে। নিজের মেয়েটাকে কেন বারবার আমার স্বামীর সন্তান বলে সব জায়গায় পরিচয় দেওয়ার চেষ্টা করছেন”?

এবার রত্নার সেই প্রশ্নের সামনে বৈশাখীর ঢাল হয়ে দাঁড়ালেন শোভন চট্টোপাধ্যায়। এদিন একটি ভিডিওবার্তায় রত্নাকে আক্রমণ করে শোভন বলেন, “জেনে রাখুন, বৈশাখীকে সিঁদুর পরার অনুরোধ আমিই করেছিলাম। উপদেশ যদি কেউ দিয়ে থাকে তার নাম শোভন চট্টোপাধ্যায়”।

তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে শোভন আরও বলেন, “উনি বলেছেন বৈশাখী ছেলেধরা। কিন্তু ২২ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের মামলা আমি করেছিলাম একটি কারণেই। ২২ বছর পর আমি বুঝতে পেরেছি, আমি একজন ছেলেধরার অভ্যাসে অভ্যস্ত মহিলার সঙ্গে বিয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছি”। এরপরই স্পষ্টভাবে শোভন  ঘোষণা করেন, “আমি যতদিন বেঁচে থাকব, বৈশাখী সিঁদুর এবং মঙ্গলসূত্র পরবেন”।

বলে রাখি, প্রায় পাঁচ বছর ধরে চলছে শোভন ও রত্নার বিবাহবিচ্ছেদ মামলা। রত্না বলে দিয়েছেন যে তিনি শোভনকে ডিভোর্স দেবেন না। অন্যদিক, বৈশাখীর ডিভোর্স হয়ে গিয়েছে। এরই মধ্যে বৈশাখীকে সিঁদুর পরার অধিকার দিলেন শোভন। আর বৈশাখীও আবার এই নিয়ে ‘আমার সুরক্ষাকবচ’ বলে পোস্ট করলেন। তাহলে একরকম স্বীকৃতি পেয়েই গেল শোভন ও বৈশাখীর সম্পর্ক?  

Back to top button
%d bloggers like this: