রাজ্য

তারকেশ্বর কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের প্রার্থী পদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বোমা মহুয়া’র

রবিবার দ্বিতীয় পর্যায়ের প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি। সেখানেই দেখা যায় হুগলির তারকেশ্বর কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন স্বপন দাশগুপ্ত।

আর এবার তাঁর প্রার্থী পদ নিয়ে প্রশ্ন তুলে টুইটারে বোমা নিক্ষেপ করলেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র। এদিন টুইটারে তিনি লেখেন, ‘সংবিধানের দশম তফসিল অনুযায়ী স্বপন দাশগুপ্ত ভোটে দাঁড়াতে পারেন না’।

সোমবার এই প্রসঙ্গেই টুইট করে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া বলেন, রাজ্যসভার কোন‌ও মনোনীত সদস্য সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোন‌ও রাজনৈতিক দলে যোগ দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। রাত সাড়ে ৮টা নাগাদ মহুয়া একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “বাংলার নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোন‌ও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোন‌ও রাজনৈতিক দলে যোগ দেন, তা হলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়।”

আর‌ও পড়ুন-দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী

বিজেপি নেতাকে আক্রমণ করে মহুয়া আরও বলেন যে স্বপনবাবু শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। সরকারি ভাবে এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। তবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে।

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু জানাননি।

Back to top button
%d