সকাল সকাল দুর্ভোগ! ফের অফিস টাইমে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা, বন্ধ পরিষেবা

ফের অফিস টাইমে ভোগান্তি। সকাল সকাল মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা এক ব্যক্তির। এর জেরে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ব্যাপক হুলস্থূল পড়ে যায়। ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ফলে অফিস বা কোনও কাজে যাওয়ার পথে নাকাল হতে হয় যাত্রীদের।
কী ঘটেছিল এদিন?
অন্যান্য দিনের মতোই আজ, বৃহস্পতিবার সকালেও সমস্ত মেট্রো স্টেশন ছিল ভিড়ে ঠাসা। গিরিশ পার্কেও ছিল একই ছবি। সকাল ৯ টা বেজে ৫০ মিনিট নাগাদ ডাউন লাইনে আসছিল কবি সুভাষগামী মেট্রো। সেই সময়ই ঘটে যায় বিপত্তি।
স্টেশনে থাকা প্রত্যক্ষদর্শীরা কিছু বুঝে ওঠার আগেই এক ব্যক্তি আচমকাই লাইনে ঝাঁপ দেন। তবে তড়িঘড়ি ব্রেক কষে মেট্রো থামিয়ে দেন মোটরম্যান। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় স্টেশনে।
তড়িঘড়ি উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসা চলছে ব্যক্তির। তবে ঠিক কী কারণে তিনি মেট্রো লাইনে ঝাঁপ দিয়েছিলেন, তা অবশ্য এখনও জানা যায়নি।
এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা। এর জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আপ লাইনে মেট্রো পরিষেবা যদিও স্বাভাবিক রয়েছে। তবে ডাউন লাইনে যাত্রীরা অপেক্ষারত পরিষেবা স্বাভাবিক হওয়ার।