রাজ্য

আর ৫০০ নয়, এবার মাসে ২০০০ টাকা পাবেন রাজ্যের মহিলারা, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা নারায়ণ ভাণ্ডার প্রকল্পের ঘোষণা সুকান্তর

রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয় তাদের সরকারের তরফে। বেশ ভালো সাড়া ফেলেছে এই প্রকল্প। পঞ্চায়েত নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিজেপির বেশ ভয়ের কারণ হয়ে উঠেছে। এবার তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা নারায়ণ ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গতকাল, মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ার খন্যানে যুব মোর্চার এক সম্মেলন ছিল। সেই সম্মেলনে যোগ দেন সুকান্ত মজুমদার। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, বিধায়ক বিমান ঘোষ, সুরেশ সাউ, দীপাঞ্জন গুহদের মতো নেতৃত্বরাও। তাদের সকলের উপস্থিতিতেই নতুন এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিনের এই সম্মেলনে সুকান্ত বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে আমাদের বাড়ির মহিলাদেরকে ভাবছে যে তাঁরা কিনে নিয়েছেন”। এরপরই তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে। এর সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও করবে গেরুয়া শিবির, এমনটাও নিশ্চিত করেন রাজ্য সভাপতি।

সুকান্ত এদিন আরও বলেন, “গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়ে রেখেছে যে বিজে এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পাঁচশো টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার হয় তাহলে বিজেপি এলে দু’হাজার টাকা দেবে যেটা নারায়ণ ভাণ্ডার। সেটা চালু হবে”। গেরুয়া শিবির যদি ক্ষমতায় আসে, তাহলে লক্ষ্মীর পাশাপাশি নারায়ণ ভাণ্ডারেও টাকা মিলবে বলে আশ্বাস দেন সুকান্ত মজুমদার।

Back to top button
%d bloggers like this: