রাজ্য

‘ভোট এলেই চোট পান কেন মুখ্যমন্ত্রী’, হেলিকপ্টারের জরুরি অবতরণের জেরে মমতার কোমরে-পায়ে চোট লাগা প্রসঙ্গে প্রশ্ন সুকান্তর

আজ, মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বাগডোগরা ফেরার সময় বিপর্যয়ের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে। জরুরি অবতরণ করানো হয় কপ্টারের। তবে এর জেরে কোমরে-পায়ে চোট পান তিনি। সেই ঘটনা প্রসঙ্গেই এবার প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আজ, মঙ্গলবার জলপাইগুড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রান্তিতে জনসভা ছিল তাঁর। সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। আচমকা জোরে জোরে নড়তে শুরু করে হেলিকপ্টারটি। এর জেরে পা ও কোমরে চোট পান মমতা।

জরুরি অবতরণ করানো হয় হেলিকপ্টারের। এরপর বিকেলে কলকাতায় নেমে সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উড বার্ন ওয়ার্ডে তাঁর চিকিৎসা হয়। ভর্তি হতে হবে না হাসপাতালে, চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন তবে নানান পরীক্ষানিরীক্ষার পর রিপোর্ট দেখেই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এদিন সল্টলেকের বিজেপি রাজ্য দফতরের সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার। মমতার এই আঘাত পাওয়া পাওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বারবার পায়ে আঘাত পাওয়া শুভ লক্ষণ নয়। আমার মনে হয় মুখ্যমন্ত্রীও জানেন, তাঁর আসল চোটটা কী। সেই চোটের ভবিষ্যৎ কী হতে চলেছে। সেই কারণেই তাঁকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে”।

তাঁর প্রশ্ন, “ভোট এলেই কেন মুখ্যামন্ত্রী পায়ে চোট পান? উনি তো জ্যোতিষে বিশ্বাস করেন, দ্বৈতাপতিকে দিয়ে পুজো করান। আমার মনে হয়, এটা একটু দেখা প্রয়োজন”।

সুকান্ত এই মন্তব্যের কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “একজন মহিলা মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে যাঁরা এইসমস্ত কথা বলছেন, পঞ্চায়েতের ব্যালটে বাংলার মা-বোনেরাই তাঁদের যথাযথ জবাব দিয়ে দেবেন”।

অন্যদিকে, মমতার হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ার খবর পাওয়ার পরই ফোন করে তাঁর খোঁজখবর নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নানান ইস্যু নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য থাকলেও মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির খবর নিতে ভোলেননি রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ও।

Back to top button
%d bloggers like this: