রাজ্য

টাকা নেই সুকন্যার, মামলা চালানোর খরচ জোগাড় করার জন্য জামিনের আর্জি অনুব্রত কন্যার

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। দু’জনেই আপাতত তিহাড় জেলে। খাতায়-কলমে শিক্ষিকা হলেও অনুব্রত কন্যা কোটি কোটি সম্পত্তির মালিক, এমনটাই দাবী ইডি-র। সুকন্যার নামে রয়েছে একাধিক চালকল ও নানান সংস্থা। তবে এবার আদালতে সুকন্যা দাবী করলেন যে তাঁর কাছে মামলা চালানোর মতো টাকাই নেই।

এর আগে অনুব্রত মণ্ডলও এই একই অভিযোগ করেছিলেন। এবার তাঁর পথেই হাঁটলেন তাঁর মেয়েও। ছ’সপ্তাহের জন্য জামিন চাইলেন সুকন্যা। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আর্জি জানিয়েছেন সুকন্যা। তাঁর কথায়, তিনি ও তাঁর বাবা দু’জনেই জেলে। তাঁর মা মারা গিয়েছে। বাড়িতে কেউ নেই যিনি বা যারা মামলা চালানোর জন্য টাকা জোগাড় করবে।

সুকন্যা আদালতে জানিয়েছেন, আদালত যদি তাঁকে ছ’সপ্তাহের জন্য জামিন দেয়, তাহলে আইনজীবীদের ফি দেওয়ার মতো টাকা জোগাড় করতে পারবেন তিনি। ইডি-কে সুকন্যার আর্জির বিষয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেছে দিল্লি আদালত। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন সুকন্যা। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়। ইডি-র দাবী ছিল, সুকন্যা খুবই প্রভাবশালী। তিনি যদি এই সময় জেলের বাইরে যান, তাহলে প্রভাব খাটিয়ে তিনি তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। ইডি এবার এই নিয়ে কী বলে, এখন সেটাই দেখার।

উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে আপাতত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি জেলে। অনুব্রতই এতদিন সংগঠন দেখতেন। ঘরে বসেই ভোটের কাজ করাতেন তিনি। কিন্তু এবার অনুব্রতহীন বীরভূমে এবার কেমন ভোট হবে, সেই নিয়ে চিন্তায় রয়েছে ঘাসফুল শিবিরও।

গতকাল, সোমবার বীরভূমে ভার্চুয়াল প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও ফের একবার অনুব্রত ও সুকন্যার কথা তোলেন তিনি। মমতার কথায়, ভোটে যাতে অনুব্রত না থাকতে পারেন। সেই কারণেই তাঁকে গ্রেফতার করে ধরে রাখা হয়েছে।

Back to top button
%d bloggers like this: