আবহাওয়ার খামখেয়ালিপনা! ঘন বর্ষাতেও ভ্যাপসা গরমে ঘেমে স্নান দক্ষিণবঙ্গ, ফের কবে নামবে ঝমঝমিয়ে বৃষ্টি?

ভরা বর্ষাকাল কিন্তু তবুও একটানা বৃষ্টির দেখা নেই। আকাশ মাঝেমধ্যে মেঘলা করে এসে দু-একফোঁটা বৃষ্টি। ব্যস, ওই পর্যন্তই। আর এর জেরে ঘেমেনেয়ে স্নান করে যাচ্ছে মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের কথায়, এখনই এই ভ্যাপসা গরম কমছে না। বরং আগামী দু’দিনে তাপমাত্রা আরও বাড়বে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দু’একদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঘন ঘন বাজ পড়ার সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমবে না। আংশিক মেঘলা আকাশ থাকার কারণে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পরিবেশে গরম হাওয়া খুব বেশি সময় ধরে আটকে থাকছে। সেই কারণে এমন পরিস্থিতি। গরম হাওয়া হালকা হয়ে ওপরে উঠে গেলে সেই জায়গা দখল করে শীতল হাওয়া, সেটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই মুহূর্তে গরম হাওয়া পরিবেশেই আটকে থাকছে অনেকটা সময়, সেই কারণেই বাড়ছে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তরবঙ্গ ও সিকিমের উপর একটি বৃষ্টি অক্ষরেখা রয়েছে। ছত্তীসগড় পর্যন্ত চলে গিয়েছে সেটি। অন্যদিকে, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই বৃষ্টি অক্ষরেখার কারণেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহ, কালিম্পংয়েও গড়ে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।