‘নো ভোট টু মমতা বলে দরজা খুলতে হবে, তাহলে নিশ্চয়ই যাব’, ভাঙড় পরিদর্শন নিয়ে নওশাদকে বার্তা শুভেন্দুর

রাজ্যে পঞ্চায়েত ভোটে নানান প্রান্তে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবার হাওড়ার আমতা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে গিয়েছিলেন তিনি। সেখানে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড় সম্পর্কেও মন্তব্য করলেন বিরোধী দলনেতা।
গতকাল, শনিবার ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ভোট পরবর্তী হিংসার শিকার পুরুষ ও মহিলা মিলে প্রায় ১১৭ জন ঘরছাড়া এখন আশ্রয় নিয়েছেন বারুইপুর পূর্ব জেলা বিজেপির পার্টি অফিসে। যাদের মধ্যে রয়েছে কয়েকজন বাচ্চাও। এদিন তাঁদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। ঘরছাড়া পরিবারগুলোর হাতে নতুন কাপড় তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের নিজের সঙ্গে নিয়ে ঘরে ফেরানোর আশ্বাস দেন।
ভাঙড় পরিদর্শন প্রসঙ্গে কী বলেন শুভেন্দু?
যে সমস্ত এলাকায় তুমুল ভোট হিংসা ছড়িয়েছে, তার মধ্যে ভাঙড় অন্যতম। কেন শুভেন্দু অশান্ত ভাঙড়ে যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “ভাঙড়ে যাওয়ার মতো পরিস্থিতি হলে যাব নিশ্চয়ই। তার আগে তো নওশাদ সাহেবদের দরজা খুলতে হবে। তাঁরা তো নিজেদের সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। ওসব ছেড়ে ওঁদের বলতে হবে – নো ভোট টু মমতা। আমরা সেটাই করতে এসেছি। হিন্দু-মুসলমান করতে আসিনি”। তাঁর এই জবাব থেকে প্রশ্ন উঠছে তবে কী বিজেপি মমতা-বিরোধী যে কোনও দলকেই নিজের দিকে টানতে রাজি? সেই কারণেই কী এমন বার্তা দিলেন শুভেন্দু?
শুভেন্দুকে কী আহ্বান জানালেন নওশাদ?
শুভেন্দুর এহেন মন্তব্যের প্রেক্ষিতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের যেখানে অন্যায়-অত্যাচার হবে, সেখানেই তিনি যাবেন বলে আশা করি”। তাঁর কথায়, বিরোধী দলনেতা হিসেবে তিনি ভাঙড়ে গেলে, ভাঙড়বাসী নিশ্চয়ই দরজা খুলে দেবে।
নওশাদের কথায়, “নিশ্চয়ই মানুষ দরজা খুলে দেবে। কেন খুলবে না? তিনি তো কোনও দলের প্রতিনিধি হয়ে যাবেন না। বিরোধী দলনেতা হয়ে যাবেন। এতে অসুবিধা কী আছে! তিনি পৌঁছলে মানুষ নিশ্চয়ই তাঁকে গ্রহণ করবে”।
প্রথম থেকেই মমতার বিরোধিতা করে এসেছে আইএসএফ
এদিন নওশাদ এও মনে করিয়ে দেন যে আইএসএফ জন্মলগ্ন থেকেই তৃণমূলের বিরোধিতা করে এসেছে। আইএসএফ বিধায়কের কথায়, “শুভেন্দু অধিকারী পঞ্চায়েত ভোটে এসে বলছেন, নো ভোট টু মমতা। আমরা ২০২১ সালের ভোট থেকেই মমতাকে ভোট না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি”।