রাজ্য

‘এখনও পথে নামার সময় আসেনি, মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেখানো হচ্ছে’, পঞ্চায়েতে হিংসা নিয়ে আচমকাই ১৮০ ডিগ্রি ভোলবদল শুভাপ্রসন্নর, চাপের মুখে শিল্পী?

হঠাৎ করেই সম্পূর্ণ ভোলবদল শুভাপ্রসন্নর। নিজের আগের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। এর আগে পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভাপ্রসন্ন কিন্তু এখন আবার তাঁরই গলায় শোনা গেল মুখ্যমন্ত্রীর গুণগান। তাঁর কথায়, “পথে নেমে মিছিল করার সময় এখনও আসেনি”।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে হিংসার ঘটনার খবর উঠে আসে। পঞ্চায়েত ভোটে রক্তগঙ্গা দেখেছে বাংলা। বেসরকারি সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা ৫০-এরও বেশি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, মৃত্যু হয়েছে ১৯ জনের। পঞ্চায়েত ভোটে এমন হিংসা, খু’নের প্রতিবাদে সরব হয়েছিলেন শুভাপ্রসন্ন। এমনকি, রাস্তায় নামার আহ্বানও জানিয়েছিলেন।

ভোট গণনার আগে কী বলেছিলেন শুভাপ্রসন্ন?

গত ১০ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার আগের দিন শুভাপ্রসন্ন সংবাদমাধ্যমে বলেন, “যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না। যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না”।

শিল্পীর প্রশ্ন ছিল, “এত প্রাণ কেন যাবে? রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথ, যারা সারা পৃথিবীকে পথ দেখিয়েছেন সেখানে এই সংস্কৃতি আমরা চাই না”।

মিছিলের আহ্বান জানিয়েছিলেন শিল্পী

শুভাপ্রসন্নের আহ্বান ছিল, “সময় এসেছে, মুক্তমনা, বুদ্ধিজীবী মানুষ জোট বেঁধে পথে নামুক এই আহ্বান করতে পারি। আমার বিশ্বাস হাজার হাজার মানুষ তাতে যোগ দেবেন। আমরা আবার মিছিল করতে পারি, যে মিছিল আমরা করেছিলাম, সংস্কৃতি বদলের মিছিল”।

ভোটের ফলাফলের পর কী বললেন শুভাপ্রসন্ন?

ভোটের ফলাফলের পর নিজের আগের বক্তব্য সম্পূর্ণ পাল্টে ফেললেন শুভাপ্রসন্ন। সংবাদমাধ্যমকে শুভাপ্রসন্ন জানিয়েছেন, “রুদালি নই যে কিছু হলেই রাস্তায় নামতে হবে। এখনও রাস্তায় নামার সময় আসেনি”। তাঁর মত, মুখ্যমন্ত্রী ভোট হিংসা কড়া হাতে দমন করেছেন। তিনি বলেন, “মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে”।

তাঁর দাবী, মৃতের সংখ্যা আসলের চেয়ে বাড়িয়ে দেখানো হয়েছে। সবমিলিয়ে তিনি নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি বদলে ফেললেন। যদিও শিল্পীর এই ভোলবদল দেখে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, “শুভাদা এই ক’দিন ধরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘রামের সুমতি’ পড়েছেন। তাই শুভাদার সুমতি হয়েছে”।

Back to top button
%d bloggers like this: