নবান্ন থেকে আসছে রাজনৈতিক নির্দেশ, তালাচাবি লাগিয়ে দিতে হবে, বিস্ফোরক উবাচ শুভেন্দুর!

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। রাজ্যে চড়ছে রাজনৈতিক উত্তাপের পারদ। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে রাজনৈতিক নির্দেশ আসছে তাই দপ্তরে তালা লাগানো হোক।
আরও পড়ুন – বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা
শনিবার পূর্ব মেদিনীপুরে ইস্কনে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন যে, কমিশন যেন নবান্নের সমস্ত আধিকারিকদের সরিয়ে দেয় কারণ নবান্ন থেকে আসছে রাজনৈতিক নির্দেশ। নবান্ন ইলেকশন সেল খোলা হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্বে এই নির্বাচনী সেল রাখা যাবে না।ম্যাম ম্যাম করা লোকেদের নবান্নে রেখে ভোট হবে না। তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলব, কমিশনের সবটাই দেখা দরকার। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে’।
এছাড়াও তার পর্যবেক্ষণ যে রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি তাতে আট দফার বদলে কুড়ি দফার ভোট হলে ভালো হতো।
আরও পড়ুন – তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের
অন্যদিকে আজ বিকালেই বিজেপির প্রতিনিধি দল যাতে ছিলেন রাজ্যসভার সাংসদ ডক্টর স্বপন দাশগুপ্ত, সাংসদ অর্জুন সিং বিধায়ক সব্যসাচী দত্ত গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সদর দপ্তরে। সেখানে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কড়া নালিশ ঠুকে এসেছেন বিজেপির এই প্রতিনিধি দল। পরে স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্য প্রশাসন ভোট ঘোষণা হওয়ার পরও প্রকল্পে টাকা দিচ্ছেন। শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার নির্দেশিকা দিয়েছেন। যা ঠিক নয়।