WB Election 2021: পুলিশের পক্ষপাত ও বিজেপির রথে তৃণমূলের হামলা নিয়ে সরব বিজেপি, আবেদন নির্বাচন কমিশন দফতরে

নির্বাচনের কাজ থেকে সরানো হোক পক্ষপাতদুষ্ট পুলিশ অফিসারদের, এমনই দাবী নিয়ে আজ শনিবার রাজ্য নির্বাচন কমিশনে আবেদন জানাল বিজেপি প্রতিনিধি দল। এরই সঙ্গে গতকাল রাতে কাদাপাড়ায় বিজেপির রথের উপর তৃণমূলের হামলার ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি।
এদিন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধির দল নির্বাচন কমিশনে পৌঁছয়। সেখানে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় বসেন তারা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেপির প্রতিনিধি দলের আলোচনার ঘটনাকে, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত-সহ সব্যসাচী দত্ত, শিশির বাজোরিয়া ও আরও অনেকে।
আরও পড়ুন- তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের
এই বিষয়ে স্বপন দাশগুপ্তের বক্তব্য, “রাজ্যে পুলিশ প্রশাসন যেভাবে চলছে, পুলিশ এমন কিছু কার্যকলাপ করছে, তাতে কোনওমতেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। কয়েকজন পুলিশ অফিসারের কথা আমরা নাম করে বলতে পারি। এদের ভোটের কাজে রাখলে স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব নয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলছি কমিশনকে”।
অন্যদিকে, সব্যসাচী দত্তের অভিযোগ, “দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বাদ দিতে হবে ভোটের কাজ থেকে। পুলিশের নানা নেতিবাচক দিক নিয়ে আমরা বহুবার কলকাতা পুলিশ কমিশনারকে বলতে চেয়েছিলাম যে উনি অ্যাকশন নিন, কিন্তু আমাদের বলার সুযোগ দেওয়া হয়নি। তাঁর কাছে বারবার সময় চেয়েও পাইনি”।
আরও পড়ুন- বেজেছে ভোটের ঘন্টা! প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দেখুন এগিয়ে কোন কোন তারকা
এছাড়াও, এদিন তৃণমূলের কার্যকলাপের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। গতকাল রাতে কাদাপাড়ায় একটি গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন রথে হামলা করে তৃণমূল। ভাঙা হয় গাড়ির কাঁচ, চুরি করা হয় মোবাইল, ল্যাপটপ। এমনকি, হামলায় বাধা দিতে এলে নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এও জানানো হয়, এই ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয় যে, তারা যেন এই কার্যকলাপের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেয়।