রাজ্য

‘রাতের অন্ধকারে যাদবপুরে মা’দ’ক পাচার হত, স্থানীয় থানা কোনও পদক্ষেপ নেয়নি’, ক্যাম্পাসে মা’দ’ক তত্ত্ব নিয়ে বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার উত্তপ্ত হল বিধানসভা। এদিন বিধানসভায় যাদবপুর ঘটনার জন্য মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্যকে কটাক্ষ শানালেন বিরোধী দলনেতা। তাঁর দাবী, রাতের অন্ধকারে যাদবপুরের ভিতরে মা’দ’ক পাচার চক্রের রমরমা হয়ে উঠেছিল। এই বিষয়টি নিয়ে স্থানীয় থানা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শুভেন্দুর।

কী বলেন এদিন শুভেন্দু?

এদিন শুভেন্দু বিধানসভায় বলেন, “ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য স্তম্ভিত। মাদক পাচার চক্রের অবাধ বিচরণ ছিল বলে অভিযোগ। ঢিল ছোড়া দূরত্বে থানা। কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। র‌্যাগিং করেছে। সিনিয়ররা হস্টেল দখল করে রাখত। সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য হৃদয়বিদারক। এটা নতুন নয়। ওখানে এক ধরনের উগ্র বাম মানসিকতার সংগঠনের ছাত্র আছে, যারা দেশ বিরোধী কথা বলে মাঝে মাঝে”।

শুধু তাই-ই নয়, আজ, মঙ্গলবার বিধানসভার ভিতরেও যাদবপুরের অন্দরে ‘মা দক তত্ত্বের’ অভিযোগ উঠল। যাদবপুরের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার কী ভাবছে, তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিধানসভায় প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী।

বিধানসভায় শুভেন্দু বলেন, “বিচারপতি মঞ্জুলা চেল্লুর নির্দেশে সিসিটিভি লাগানো ও নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল । তা পালন করা হয়নি। আমি ১৭ জন বিধায়ককে নিয়ে ছাত্রের মা-বাবার সঙ্গে দেখা করেছি। কেন বিচারপতির নির্দেশ কার্যকর হল না কেন? জবাব দিন ব্রাত্য বসু”।

শুভেন্দুর প্রশ্ন, “প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী সিসিটিভি লাগাতে চেয়েছিলেন বলে আমাকে জানিয়েছেন। কেন তাঁর মেয়াদ শেষের আগে কেন সরানো হল? মা দক পাচার চক্র এবং দেশ বিরোধী শক্তিদের সরাতে কী ব্যবস্থা নেওয়া হবে? এই ঘটনার পর সরকার কী ব্যবস্থা নেবে”?

কী বললেন ব্রাত্য বসু?

যাদবপুরের ঘটনায় পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোসকেই দুষলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “রাজ্যপাল একটি নির্দেশিকা পাঠাতে পারেন। তা কার্যকর করার দায়িত্ব কর্তৃপক্ষের। উপাচার্যকে বসিয়ে সরিয়ে দিচ্ছেন তাঁর মধ্যে এই ঘটনা (যাদবপুরে ছাত্রমৃত্যু)”।

এরপরই ব্রাত্যর মন্তব্য, “রাজ্যপাল ১০০ শতাংশ দায়ী”। যাদবপুরে মা দকচক্রের অভিযোগ প্রসঙ্গে ব্রাত্য বলেন, “মা দকচক্রের কথা বলছেন। এটা নারকোটিক্স ব্যুরোর দায়িত্ব”।

Back to top button
%d bloggers like this: