‘জেহাদ দিবসের ডাক দিয়েছেন মমতা, সাবধানে থাকবেন’, শহিদ দিবসকে জেহাদ দিবস আখ্যা দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

আগামী পরশু ২১শে জুলাই (21st July)। এদিন তৃণমূলের (TMC) শহিদ দিবসের সমাবেশ রয়েছে। গত দু’বছর করোনা অতিমারির কারণে ২১শে জুলাই পালন করা হয়নি। এই কারণে এই বছর বেশ ভালোভাবে শহিদ দিবসের (Martyr Day) পালনের পরিকল্পনা করেছে তৃণমূল। সেই অনুযায়ী পুলিশ-প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।
এরই মধ্যে ২১শে জুলাইকে ‘জেহাদ দিবস’ বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনিতেই এই শহিদ দিবস নিয়ে বারবার তৃণমূলকে দেগে এসেছে বিজেপি। এবার আজ, মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ফের একবার ২১শে জুলাইয়ের প্রসঙ্গ টানেন নন্দীগ্রামের বিধায়ক। শহিদ দিবসের কর্মসূচিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন যে তৃণমূল দলীয় অনুষ্ঠানকে সরকারি অনুষ্ঠানে পরিণত করেছে।
এদিন শুভেন্দুবাবু দাবী করেন, “নির্দেশিকা জারি করে মালদার ডিএম বলেছে সব স্টেশনে ফুড প্যাকেট রাখতে”।
এরপরই তীব্র আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, “প্রথম কথা হচ্ছে সরকারি অনুষ্ঠান। দ্বিতীয় কথা হচ্ছে জেহাদ দিবস। শহিদ দিবস নয়। জেহাদ দিবসের তো আপনারা টুকরো টুকরো ছবি দেখছেন। পাগলু ড্যান্স হচ্ছে ডিজে বাজিয়ে। মমতা পুলিশ, মমতা প্রশাসন এটাকে সরকারি অনুষ্ঠানে পরিণত করেছে। মমতা ব্যানার্জি নিজে জেহাদ দিবসের ডাক দিয়েছে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলব, CAA-র জেহাদ দেখেছেন। ভোট পরবর্তী হিংসা দেখেছেন। নূপুর শর্মা ইস্যুতে জেহাদ দেখেছেন। ২১ জুলাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন”।
এরই সঙ্গে মশকরা করে শুভেন্দু বলেন, “ওই দিন আপনারা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন। গোরু ছেড়ে রাখতে পারেন। কারণ চোরগুলো সব কলকাতায় আসছে”।