রাজ্য

পাথর হামলা বন্দে ভারতে! NIA তদন্তের দাবী শুভেন্দু-সুকান্তদের, ‘ষড়যন্ত্র হতে পারে’, অভিযোগ কুণালের, শুরু রাজনৈতিক তরজা

যাত্রা শুরু করার দ্বিতীয় দিনেই হামলা হল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। এই ঘটনায় এবার সরব রাজনৈতিক মহলের নেতারা। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ঘটনার এনআইএ (NIA) তদন্তের দাবী তুলেছেন। আবার তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এই ঘটনায় কোনও ‘ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছেন বলে দাবী।

গতকাল, সোমবার মালদহের সামসির কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এই ঘটনায় ট্রেনের একটি কোচের দরজার কাচ ভেঙে যায়। রেলের তরফে ইতিমধ্যেই এই ট্রেনের যাত্রী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ট্রেনের অত্যাধুনিক প্রযুক্তির কথা জানিয়েছেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও। এফআইআর দায়ের করা হয়েছে রেলের তরফে।

এই ঘটনায় এবার টুইট করে এনআইএ তদন্তের দাবী তোলেন শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লেখেন, “আমি পিএমও ইন্ডিয়া ও রেলমন্ত্রকের কাছে আবেদন জানাব এই ঘটনার তদন্তভার এনআইএকে দিয়ে করানো হোক। দোষীদের শাস্তি দেওয়া হোক”।

পাথর হামলা বন্দে ভারতে! NIA তদন্তের দাবী শুভেন্দু-সুকান্তদের, 'ষড়যন্ত্র হতে পারে’, অভিযোগ কুণালের, শুরু রাজনৈতিক তরজা 2

অন্যদিকে আবার এই ঘটনায় তোপ দেগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কারা বন্দে ভারতের ক্ষতি করল, তার যথাযথ তদন্ত হওয়া দরকার। পাথর ছোড়ার তীব্র নিন্দা করছে তৃণমূল। বাংলার বিরুদ্ধে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। প্রথমে পাথর ছোড়া হল, এরপর বিবৃতি দেওয়া হল। তার পরে শুরু হল নোংরা রাজনীতি”।

এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনও। তাঁর কথায়, “আসলে কোনও একটা ঘটনা ঘটলে শকুনের মতো রাজনীতি করে জলটা ঘোলা করে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করে বিজেপি। এটা তারই বহিঃপ্রকাশ। ওদের কাছে সিবিআই, ইডি, এনআইএ ছাড়া আর তো কিছু নেই”।

ফিরহাদ হাকিম এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “বন্দে ভারত ট্রেনের উপর যা হয়েছে তা অত্যন্ত অন্যায়, নিন্দনীয়।জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা আমরা সমর্থন করি না। যারা করেছে, তাঁদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আগে বিহার, ঝাড়খন্ড দিয়ে যখন যেতাম, তখন মাঝেমধ্যে খেয়াল করতাম বাইরে থেকে কেউ একজন ঢিল মারল। এরা দুষ্কৃতী। এদের শাস্তি দিলে আর কেউ সাহস পাবে না”।

Back to top button
%d