‘দুর্নীতিতে যুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়’, প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো সিবিআইয়ের নজরে থাকা তৃণমূল বিধায়ক

গত বছর জুলাই মাসের শেষের দিকে নিয়োগ দুর্নীতি (receruitment scam) মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এরপরই তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয় তাঁর দল। দলের সমস্ত পদ ও মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হয় পার্থকে। যদিও পার্থ বরাবরই বলে এসেছেন যে তিনি দলের পাশেই রয়েছেন। এবার নিজের দলের বিধায়কের সমর্থন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বারবার উঠে এসেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার নাম। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই দলের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি। কখনও তিনি দাবী করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ নেই, আবার কখনও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি।
দু’দিন আগেই তাপস সাহা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গেলে নাকি চাকর দিয়ে বের করে দেওয়া হয়। তাঁর কথায়, দলে তাঁর পাঁচ পয়সারও দাম নেই। এসবের মাঝেই এবার আজ, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে কথা বললেন তিনি। তাঁর দাবী, “পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে যুক্ত নন, মানিক ভট্টাচার্য যুক্ত”। এর পাশাপাশি তিনি আশ্বাসও দেন তিনি নিয়োগ দুর্নীতির তদন্তে সহযোগিতা করবেন।
আজ, শুক্রবার ফের নদিয়ার জেলা পরিষদের সদস্য টিনার বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক। তিনি বলেন, “ওনার বছরে আয় ৪ লক্ষ টাকার কম। কীভাবে চারবছরে ৪০ কোটির সম্পত্তির মালিক হলেন?” তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।
এর পালটা দিয়েছেন টিনা। তিনি বলেন, “উনি যখন সম্পত্তির হিসেব জানেন তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যাক। বরবারই ওনার কাজ আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া। আজও সেটাই করছেন”।