সত্যিই বিরল! পৌষের শেষেই ‘ভ্যানিশ’ শীত, শহরে তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, মকর সংক্রান্তিতে আরও উষ্ণ হবে বঙ্গ

এর আগে বড়দিন, বর্ষবরণ কেটেছে গরমের মধ্যে। এবার পৌষ সংক্রান্তিতেও সেই হালই হতে চলেছে। মকর সংক্রান্তি মানেই হাড়হিম করা ঠাণ্ডা থাকবে। কিন্তু কোথায় ঠাণ্ডা? এবারের পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এ ঘটনা সত্যিই বিরল। গোটা উত্তর ভারত যেখানে ঠাণ্ডায় কাঁপছে, সেখানে উল্টে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়ে গেল ৫ ডিগ্রি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা এমনই থাকবে। সংক্রান্তির সময়ও ঠাণ্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আপাতত পড়ছে না বলেই খবর হাওয়া অফিস সূত্রে। তবে আগামী সপ্তাহে শীতের আমেজ থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও হতে পাড়ে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।
গত চার দিন ধরে কলকাতা-সহ রাজ্যের নানান জেলাযতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। আজ, শনিবারও এর কোনও ব্যতিক্রম হয়নি। ভোরের দিকে আকাশ মেঘলা। থাকছে কুয়াশা আর বেলা বাড়লেই উঠছে চড়া রোদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে গেছে ৫ ডিগ্রিরও বেশি।
গতকাল, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ, শনিবার তা হঠাৎই বেড়ে হয়ে গিয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি।
তবে দক্ষিণবঙ্গে শীত উধাও হয়ে গেলেও পাহাড়ি জেলায় কিন্তু তাপমাত্রার খুব একটা হেরফের হতে দেখা যায়নি। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের নানান জেলায় শীতের দাপট বজায় থাকবে।