বিরল প্রজাতির প্যাঙ্গোলিন পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা পড়লেন তৃণমূল উপপ্রধান, ‘কঠোরতম শাস্তি হবে’, দাবী বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

বিরল প্রজাতির প্যাঙ্গোলিন (pangolin) পাচার ও বিক্রির চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল উপপ্রধান। তৃণমূলের টিকিতে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হন জেমস বরগাও (James Borgaon)। গতকাল, শুক্রবার বিকেলে প্যাঙ্গোলিন-সহ তাকে গ্রেফতার করে বক্সা বাঘ বন দফতর কর্তৃপক্ষ।
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। এই বিষয়ে অপরাধীর কঠোর শাস্তির আশ্বাস দেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “আইন আইনের পথে চলবে। এই সব ঘটনায় কোনও ক্ষমা নেই। অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে”।
বক্সা বাঘ বন দফতর সূত্রে খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার এই বিরল প্রজাতির প্যাঙ্গোলিনটি নিয়ে জেমস যাচ্ছিল বিক্রি করতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বক্সা বাঘ বনের পূর্ব রাজাভাতখাওয়া ও নিমতি রেঞ্জ। বক্সা বাঘ বনের ভিতর দিয়ে যে ৩১ সি নম্বর জাতীয় সড়কপথ গিয়েছে, সেখান থেকেই প্যাঙ্গোলিন-সহ বাইকটিকে আটক করে বনদফতর। বাইকে এক বস্তার মধ্যে ভরা ছিল প্যাঙ্গোলিনটি।
সেই প্যাঙ্গোলিন দেখেই রীতিমতো চমকে ওঠেন বনদফতরের আধিকারিকরা। আজ, শনিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে বনদফতর সূত্রে খবর। প্যাঙ্গোলিনটি কোন জায়গা থেকে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখছে বনদফতর। জানা গিয়েছে, উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনটি ভারতীয় প্রজাতির। এই প্রজাতির প্যাঙ্গোলিন বক্সা বাঘ বনে পাওয়া যায়।
বক্সা বাঘ বন থেকেই এই প্যাঙ্গোলিন ধরা হয়েছিল কী না, তা তদন্ত করে দেখছে বনদফতর। বক্সা বাঘ বনের পশ্চিম বিভাগের ক্ষেত্র অধিকর্তা পারভিন কাশোয়ান বলেন, “ধৃতের বিরুদ্ধে বন্য প্রাণ সংরক্ষণ আইন ১৯৭২ অনুযায়ী মামলা করা হচ্ছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে”।