WB Election 2021: মমতার ব্যাঙ্ক ব্যালেন্স ১৩.৫৩ লক্ষ, গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ কমে অর্ধেক, বলছে নির্বাচনী হলফনামা

গতকাল, বুধবার তমলুক মহকুমাশাসকের কাছে বিধানসভা নির্বাচনের নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে নিয়ম মেনে পেশ করেছেন হলফনামাও। এই হলফনামায় রয়েছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ। গত বিধানসভা নির্বাচনের সমোট পেশ করা হলফনামার সঙ্গে এবারের পেশ করা হলফনামা তুলনা করে দেখা গিয়েছে যে গত পাঁচ বছরে মমতার সম্পদের পরিমাণ কমে অর্ধেক হয়ে গিয়েছে।
আরও পড়ুন- ভূতনাথ মন্দিরে দিলীপ ঘোষ, পুজো দিলেন মহাশিবরাত্রি উপলক্ষ্যে
রাজনীতির নেতাদের সম্পত্তির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়, এটাই এ দেশের দস্তুর। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ অর্ধেক হয়ে গেল। জানা গিয়েছে, বর্তমানে মমতার মোট সম্পদের পরিমাণ ১৬.৭২ লক্ষ টাকা, যা গত বিধানসভা নির্বাচনের সময় পেশ করা সম্পদের প্রায় অর্ধেক। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল ৩০.৭৫ টাকা। তাই বলা যেতে পারে, আর সম্পদের পরিমাণ ৪৫.১ শতাংশ কমেছে।
গতকাল যে হলফনামা পেশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে নগদ রয়েছে ৬৯,২৫৫। তাঁর ব্যাঙ্কে রয়েছে ১৩.৫৩ লক্ষ টাকা। অন্যান্য বিনিয়োগ ১৮,৪৯০ টাকা। গয়না রয়েছে ৪৩,৮৩৭ টাকার।
তুলনা করলে দেখা গিয়েছে, গতবারের বিধানসভা নির্বাচনের সময় তাঁর ব্যাঙ্কে ছিল ২৭.৬১ লক্ষ টাকা। অন্যান্য বিনিয়োগ ২.১৫ লক্ষ যা কমে হয়েছে ১৮,৪৯০। তবে তাঁর গয়নার মূল্য বেড়েছে। ২৬.৩৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৮৩৭ টাকায়। তবে এই সময় ধাতুর দামও বেড়েছে।
আরও পড়ুন- বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?
দেশের নানান প্রভাবশালী মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই হারে সম্পদের পরিমাণ কমা গোটা দেশে নজির গড়ার ঘটনা বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।