রাজ্য

WB Election 2021: পুরুলিয়ায় বিপাকে শাসক শিবির! তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন

নন্দীগ্রামে নিজের পা মচকেছে, যথেষ্ট নড়বড় করছে নিজের হাতে তৈরি দল। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ আর‌ও বাড়িয়ে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন –বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?

জানা গেছে, মনোনয়ন পত্রে ত্রুটিপূর্ণ হ‌ওয়ার কারণেই তা বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও উজ্জলের মনোনয়ন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ই মার্চ ছিল জয়পুর আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সেই দিন পেরিয়ে যাওয়ায় তাঁর পক্ষে আর নতুন করে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হবে না। এই খবরে দিশেহারা জেলার তৃণমূল নেতারা। কলকাতায় শীর্ষনেতৃত্বের কাছে তাঁরা কী করণীয় তা জানতে চেয়েছেন। এদিকে, তৃণমূলের টিকিট না পেয়ে দল ছেডে় জয়পুরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন দলে যুবনেতা দিব্যজ্যোতি সিংহ। তাঁকে এ বার ওই কেন্দ্রে সমর্থন জানানো হতে পারে বলে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে।

আরও পড়ুন –একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?

এবার প্রশ্ন-উত্তর শুরু করেছে, গুরুত্বপূর্ণ মনোনয়ন পত্রে ভুল হল কী করে? কারণ রাজ্যের শাসকদলের এক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাধারণত দলের তরফে তা গুরুত্ব দিয়ে যাচাই করার কথা। এখানে ভুলের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন। পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, ‘‘কিছু সমস্যার জন্য জয়পুর কেন্দ্রে আমাদের প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়নি বলে শুনেছি। ওই কেন্দ্রে অভিমান করে আমাদের দলের এক জন নির্দল হিসেবে মনোনয়ন করেছেন। তাঁকে সমর্থন করা যাবে কি না, তা নিয়ে জেলার সঙ্গে কথা বলে রাজ্য নেতৃত্বের মত নেব।’’

Back to top button
%d