রাজ্য

২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হারাতে মহাজোটের কোনও প্রয়োজন নেই, দাবী তৃণমূলের

২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) মোদীকে (Narendra Modi) গদিচ্যুত করতে যে তৃণমূল (TMC) বেশ উঠেপড়ে লেগেছে, তা বেশ স্পষ্ট। সম্প্রতি হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু বিরোধীরা কোনও সুবিধা করতে পারেনি। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোনও মহাজোট ছাড়াই মোদীকে হারানো সম্ভব। এমনটাই দাবী করলেন তৃণমূলের রাজ্যসভায় সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Bryan)। কিন্তু তেমনটা কীভাবে সম্ভব?

ডেরেকের কথায়, আগামী লোকসভা নির্বাচনে জাতীয় নির্বাচন হিসেবে না লড়ে প্রত্যেক রাজ্য ধরে ধরে লড়তে হবে। প্রতিটি রাজ্যে বিরোধী জত্ত যদি এক হতে পারে তাহলেই বিজেপিকে হারানো সম্ভব বলে মন করেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “২০২৪ সালে মোদীকে হারানো সম্ভব। আমরা মত হল এটা একজনের পক্ষে সম্ভব নাও হতে পারে। আমরা দেখেছি বিভিন্ন রাজ্য়ে মোদীকে ধাক্কা দিয়েছেন বিভিন্ন নেতা। এভাবেই কেন্দ্র থেকে বিজেপিকে সরানো সম্ভব”।

বিহার, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, রাজস্থান, কেরালা ও আরও কয়েকটি রাজ্য রয়েছে বিরোধীদের দখলে। তবে পূর্ব লোকসভার উপনির্বাচনে অনেক রাজ্যেই গেরুয়া ঝড়ই উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মানুষ এখনও বিজেপির উপরেউ আস্থা রেখেছে আর এর সবথেকে বইর প্রমাণ হল লোকসভা উপনির্বাচন।

তবে ডেরেকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আগামী লোকসভায় ৪০টি আসন পাবে। এভাবেই অন্যান্য রাজ্যের নেতারাও মোদীর বিরুদ্ধে জয়ী হতে পারবেন। তাই মহাজোটের কোনও প্রয়োজন নেই। ৩-৪টি রাজ্যে বিরোধীরা একজোট হলেই মোদীকে গদিচ্যুত করা যাবে।

এই বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে বিজেপি। বহুদলীয় গণতন্ত্রে আঞ্চলিক দলগুলির গুরুত্ব সবসময় বেশি। বিভিন্ন রাজ্য বিভিন্ন আঞ্চলিক দল ক্ষমতাশালী। তাই আমাদের নেত্রী বারবারই বলেছেন, যেখানে যে দল ক্ষমতাবান সেখানে তাদেরকে ফ্রি হ্যান্ড দিতে হবে। বাকীদের তাকে সমর্থন করাই কাম্য”।

অন্যদিকে, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, “বিরোধী জোট শক্তিশালী না হলে বিজেপিকে হঠানো সম্ভব নয়। ডেকের যেটা বলছেন সেটা তাঁর নিজস্ব ধারনা। কিন্তু এই ধারনার সঙ্গে বাস্তাবের কতটা যোগ রয়েছে তা নিয়ে আমার সন্দেহ রয়েছে”।

Back to top button
%d bloggers like this: