তৃণমূলের মেগা বৈঠক ব্যারাকপুরে, উচ্চস্তরের নেতাদের গোষ্ঠী কোন্দল রুখতেই কী বৈঠক? কী বার্তা দেওয়া হবে বৈঠকে?

তৃণমূল মেগা বৈঠক করতে চলেছে ব্যারাকপুর সাব ডিভিশনে। আগামী ২রা জুন রয়েছে এই বৈঠক। এই বৈঠকে থাকবেন সৌগত রায়, অর্জুন সিং, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। এছাড়াও উপস্থিত থাকবেন তৃণমূলের ১৪ জন বিধায়ক ও ১০টি পুরসভার কাউন্সিলর ও চেয়ারম্যানরা।
সূত্রের খবর, ২রা জুন অর্থাৎ শুক্রবার বিকেল পাঁচটার সময় টিটাগড়ের তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা অফিসে এই বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ‘নবজোয়ার’ কর্মসূচির প্রস্তুতির জন্য এই সভা করা হচ্ছে।
নবজোয়ারের প্রস্তুতির মধ্যেও বিভিন্ন বিধায়ক, পৌরসভার চেয়ারম্যানদেরও সভায় থাকতে অনুরোধ করা হয়েছে। তবে তৃণমূলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, বিগত কয়েকদিনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, একে অপরের বিরুদ্ধে মুখ খোলা, এই সংক্রান্ত বিবাদ মিটিয়ে ফেলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই এই বৈঠক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত নবজোয়ার কর্মসূচি সারছেন পূর্ব মেদিনীপুরে। এরপর তিনি যাবেন হাওড়া ও তারপর হুগলি ও উত্তর ২৪ পরগণায়। তবে শুধুই কী নবজোয়ারের প্রস্তুতির জন্যই তৃণমূলের এই মেগা বৈঠক? ওয়াকিবহাল মহলের মতে, অর্জুন সিং একসময় তৃণমূল ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে ফের ফিরেও আসেন তিনি। এর জেরে তাঁকে নিয়ে দলের বিধায়কদের মধ্যে বেশ সংঘাত দেখা দিচ্ছেন।
অন্যদিকে আবার মদন মিত্র আর অর্জুন সিং-এর ঝামেলা একসময় খবরের শিরোনামে থাকত। আর এখন সেই মদন মিত্রই অর্জুনের পাশে দাঁড়িয়ে আক্রমণ করছেন সৌগত রায়কে। এছাড়াও নিচুতলার দ্বন্দ্ব মেটাতেও উদ্যত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমন আবহে আবার ব্যারাকপুরে শুটআউট কাণ্ডের জেরে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে তাই ওই বৈঠকে গোষ্ঠী সম্বন্বয় ও শীর্ষ নেতৃত্বের বার্তাই দেওয়া হবে উচ্চ নেতৃত্বের তরফে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।