জ্বালাপোড়া গরমে নাজেহাল বঙ্গবাসী, রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির কোনও হদিশ নেই বঙ্গে, গরম আরও বাড়বে

কাঠফাটা গরমে যেন নাভিশ্বাস উঠছে রাজ্যবাসীর। সকাল থেকেই দমবন্ধ করা পরিস্থিতি। জুন মাস শুরু হতে চলল, কিন্তু বৃষ্টির কোনও আশা বা গরম কমার কোনও সম্ভাবনা নেই আপাতত। আগামী ২-৩ জুন পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ-নদিয়াতেও গরম অব্যাহত। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে। গোটা রাজ্যজুড়ে প্রচণ্ড গরমে অস্বস্তি আরও বাড়বে।
হাওয়া অফিস জানাচ্ছে, বুধ-বৃহস্পতিবার করেই তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছে যাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বেড়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলে জানা যাচ্ছে। উত্তরের সমতলের জেলায় আগামী ৭২ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।