ন্যক্কারজনক! চাকরি পাইয়ে দেওয়ার নামে ধ’র্ষ’ণ, অন্তঃসত্ত্বা হওয়ার পর পেটে লাথি মেরে গর্ভস্থ ভ্রূণ নষ্ট, তৃণমূল নেতার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ তরুণী

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে যখন একের পর কে নানা তথ্য উঠে আসছে, সেই সময় আরও এক নিন্দনীয় অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক তরুণী।
এমনকি, তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁর পেটে লাথি মেরে গর্ভস্থ ভ্রূণ নষ্ট করে দেওয়ার অভিযোগও জানান ওই মহিলা। মামলাকারী রাজ্য পুলিশের কাছে আর্জি জানান যাতে ডিজি এই বিষয়ে হস্তক্ষেপ করেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
অভিযুক্ত সেই তৃণমূল নেতার নাম দেবাশিষ পাল। পূর্ব বর্ধমান মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতি। মামলাকারী জানান যে ২০২১ সালের ৩১শে মার্চ চাকরি করিয়ে দেওয়ার জন্য তিনি দেবাশিষকে ১০ লক্ষ টাকা দেন। গ্রুপ সি বা গ্রুপ ডি-তে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা।
এই লেনদেনের শর্ত ছিল যে টাকা নেওয়ার ২ মাসের মধ্যে চাকরি করিয়ে দিতে হবে। কিন্তু সেই শর্ত পূরণ করেন নি অভিযুক্ত তৃণমূল নেতা। উলটে এরই মাঝে সেই বছরের জুলাই মাস থেকে ওই তরুণীর সঙ্গে সহবাসে লিপ্ত হন ওই তৃণমূল নেতা।
মামলাকারীর দাবী, চলতি বছরের মার্চ মাসে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সেই কথা জানাএ পরই বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে ওই তরুণীর পেটে লাথি মারেন তৃণমূল নেতা। এর জেরে গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যায়।
সেই পর্যন্ত তিনি জুলাই মাসে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে তাঁর অভিযোগ মঙ্গলকোট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা।