রাজ্য

‘বিজেপির জিভ কেটে নেব, এমন অবস্থা হবে স্ট্রেচারে করে বাড়ি যেতে হবে’, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের প্রকাশ্য সভায় হুমকি তৃণমূল নেতার

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর এই নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হচ্ছে রাজ্যের পরিস্থিতি। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে লড়াই চালাচ্ছে। এরই মধ্যে প্রকাশ্য সভায় এবার বিজেপির (BJP) উদ্দেশে হুমকি (threat) শানালেন তৃণমূল নেতা (TMC Leader), যা নিয়ে বেশ বিতর্ক দানা বেঁধেছে।

এর আগে গত শনিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র একটি অনুষ্ঠানে বলেছিলেন, “আমাদের দলের ছেলেরা অস্ত্র প্রশিক্ষণ নেবে। দলে অনেক ট্রেনার আছে”। তাঁর এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ শোরগোল পড়ে যায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে ফিরহাদ হাকিম দলীয় বিধায়কের মন্তব্যের নিন্দা করে বলেন, “আমাদের দলের অবস্থান শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করা। মদন দলের নীতিনির্ধারক কেউ নন। তাঁর মন্তব্য আমরা অনুমোদন করি না”।

কিন্তু যা দেখা গেল, দলের শীর্ষ নেতৃত্বের কথায় বিশেষ আমল দিচ্ছেন না দলের নেতারা। গতকাল, রবিবারই এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের একবার হুমকি শানিয়ে এক তৃণমূল নেতা বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কেউ অশ্লীল মন্তব্য করলে তার জিভ কেটে ফেলে দেব”।

এই মন্তব্যটি করেন খড়দহ বিধানসভার অন্তর্গত বিলকন্দা-২ অঞ্চল তৃণমূলের সভাপতি সজল দাস। তিনি আর‌ও বলেন, “আমাদের নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বিজেপি খারাপ কিছু বললে স্ট্রেচারে করে তাদের বাড়ি যেতে হবে, এ কথা পরিস্কার করে বলে দিলাম”। তিনি যখন এ মন্তব্য করেন তখন সভায় উপস্থিত জনতা হাততালি দিয়ে ওঠে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তা নিয়েও জলঘোলা কিছু কম হয়নি। তারপরই হুঁশিয়ারি শানান মদন মিত্র। আর সেই রেশ না কাটতেই ফের এক তৃণমূল নেতাকে প্রকাশ্য সভায় বিজেপিকে শানাতে শোনা গেল।

তবে এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে গা-জোয়ারি করে যাতে ভোট আদায় না করা হয় পঞ্চায়েত নির্বাচন। কোনও ধরণের হিংসা যাতে না ঘটে, তেমনই নির্দেশ দেন তিনি দলীয় নেতা-কর্মীদের। কিন্তু যা দেখা যাচ্ছে, এসব বার্তা দিয়েও কোনও লাভ হচ্ছে না। বারবার নানান তৃণমূল নেতার মুখে নানান হুঁশিয়ারি উঠে আসছে।

Back to top button
%d bloggers like this: