রাজ্য

‘সন্ত্রাস বন্ধ না হলে রাজ্যসভায় আপনার নির্দেশে ভোট দেব না’, মমতাকে সরাসরি হুঁশিয়ারি তৃণমূল বিধায়কেরই

পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি মিলিয়ে এক চরম অরাজকতা দেখেছে বাংলা। ভোট মিটে গেলেও এখনও রাজ্যের নানান প্রান্তে জারি অশান্তি। এই নিয়েই এবার সরব হলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, “সন্ত্রাস যদি বন্ধ না হয়, তাহলে আপনার নির্দেশে রাজ্যসভার ভোট দেব না। আর বিধানসভার কোনও বিলকেও সমর্থন করব না”।

পঞ্চায়েত ভোটে নিজের দলের প্রার্থীকেই অসমর্থন বিধায়কের

ইসলামপুরের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল আলাদাই মাত্রা নিয়েছে। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীকে সমর্থন না করে নির্দল প্রার্থীকে সমর্থন করেন আব্দুল করিম চৌধুরী। তিনি নিজেই সেকথা জানিয়েছিলেন। বলেছিলেন, ভোট লুটের ভয়েই নাকি নির্দলকে সমর্থন করেন তিনি। কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর সঙ্গে তাঁর গোষ্ঠীর লোকজনের অশান্তির অভিযোগ উঠেছে। তিনি বলেছিলেন, “আমার লোক মারা যাবে আর আমিই বিলে সই করব”?

ভোট হিংসায় যাদের মৃত্যু হয়েছে, সেই পরিবারকে ২ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই ঘোষণারও বিরোধিতা করেছেন আব্দুল করিম চৌধুরী। তাঁর কথায়, “এসবই প্রলোভন দেখানো”।

কী বলেছেন আব্দুল করিম চৌধুরী?

বিধায়ক বলেন, “একটা লোককে মেরে ফেলবে তারপর বলবে যে তোমার পরিবারকে কিছু দিচ্ছি। আজ এত লোক মরল, ২৪-এ ৮০টা লোক মরবে। আমি মরলে ২ লাখ টাকা পরিবারকে দিয়ে দেবে, ভাইকে চাকরি দিয়ে দেবে। তারপর ২০২৬-এ ২০০ লোক মরে যাবে। মরণ ঝাঁপ দেবে এই টোপে”।

নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন করিম চৌধুরী। তাঁর কথায়, এক সময় মুখ্যসচিব পদে থেকে সবরকম সুবিধা নিয়ে রাজীব সিনহা কীভাবে রাজ্য নির্বাচন কমিশনার হলেন? পর্যাপ্ত পুলিশ না থাকার পরও কীভাবে একদিনে ভোট করানোর সিদ্ধান্ত নিলেন তিনি, এমন প্রশ্নও রাখেন তৃণমূল বিধায়ক।

Back to top button
%d bloggers like this: