‘কিছু পুলিশ অপদার্থ আর কিছু পুলিশ মজা দেখছে’, পঞ্চায়েত ভোটে হিংসার দায় মমতার পুলিশের ঘাড়েই ঠেললেন তৃণমূল বিধায়ক তাপস রায়

পঞ্চায়েত ভোটে এক অরাজকতার পরিবেশ দেখেছে বাংলা। খু’ন, হিংসা, মারামারি, ভোট লুট, কোনও কিছুই বাদ যায়নি। এই হিংসা নিয়ে একদিকে যখন বিরোধীরা শাসকদল ও নির্বাচন কমিশনকে দুষছেন, সেই সময় রাজ্যের পুলিশকে এই হিংসার জন্য দায়ী করলেন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের উপ মুখ্যসচেতক তাপস রায়।
গতকাল, শুক্রবার সন্ধ্যেয় এসএসকেএম চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবী করেছেন যে পঞ্চায়েত হিংসায় তৃণমূলেরই ৩০ জনের মৃত্যু হয়েছে। এর জন্য বিরোধীদের কাঠগড়ায় তোলেন তিনি। কিন্তু বিধায়ক তাপস রায় আবার এই হিংসার জন্য রাজ্য পুলিশকে দায়ী করছেন। তাঁর মতে পুলিশ অপদার্থ ও অযোগ্য।
কী বলছেন তৃণমূল বিধায়ক?
তাপসবাবু বলেন, “যে ঘটনাগুলো ঘটেছে, তা না ঘটলেই ভাল হত। দায়টা আমাদেরই সবচেয়ে বেশি। আমরা আমাদের ভাই, কর্মী, সহকর্মীদের যে রক্ষা করতে পারলাম না, এটা বড় যন্ত্রণার। বড় দুঃখের। তাই দায় তো আমাদেরই”।
এর পাশাপাশি পঞ্চায়েতে লাগাতার হিংসা ও অশান্তির ঘটনার প্রসঙ্গে তাপস রায় বলেন, “কিছু অযোগ্য পুলিশ আর কিছু মজা দেখা পুলিশ এই দুটো মিলে এই হাল করেছে। তা নাহলে এটা হত না”।
তাঁর সংযোজন, “কিছু পুলিশ একেবারে অকর্মণ্য, অপদার্থ, অযোগ্য। আর কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছেন। তাঁরা আমাদের বিরোধী। এরা আমাদের আর আমাদের সরকারকে হেয় করে। তাঁরা আমাদের বিরোধী শক্তি হিসাবে কাজ করেছে”।
বিরোধীরা এর আগে বারবার দাবী করে এসেছে যে পুলিশ নাকি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। জেলায় জেলায় পুলিশ সুপার ও আইসি-রা জেলা তৃণমূল সভাপতির ভূমিকা পালন করছেন। কিন্তু এবার এর ঠিক উল্টো মন্তব্যই করলেন তাপস রায়।
বিজেপির কী মত?
তাপস রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র বলেন, “বাম জমানার শেষ দিকে পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ তুলতেন সিপিএমের কিছু নেতা। কারণ তাঁদের অন্যায় আবদার আর অনায্য কাজ সমর্থন করছিলেন না পুলিশের একাংশ। তাঁরা বেঁকে বসেছিলেন। প্রশ্ন হল, তাপস রায়ও কি সে রকম আশঙ্কা করছেন”?