রাজ্য

‘তৃণমূল একটা কোম্পানি ও মমতা তার ব্র্যান্ড, আমরা কেউই কিছু নই’, শুভেন্দুর কটাক্ষেই সুর মেলালেন খোদ তৃণমূল বিধায়ক! হাওয়া বদল?

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার তৃণমূলকে (TMC) ‘প্রাইভেট কোম্পানি’ বলে কটাক্ষ করেছেন। এবার যেন সেই কথাতেই স্বীকৃতি দিলেন খোদ তৃণমূল বিধায়কই (TMC MLA)। নিজের দলকে ‘কোম্পানি’ ও দলের জনপ্রতিনিধিদের ‘মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ’ বলে মন্তব্য করলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী (Gautam Choudhury)। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজের দলের ‘ব্র্যান্ড’ বলেও আখ্যা দেন তিনি। এর জেরে বেশ বিতর্কের মুখে তৃণমূল বিধায়ক।

বলে রাখি, ২০২০ সালের শেষের দিকে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন সেই সময় থেকেই তিনি তৃণমূলকে ‘প্রাইভেট কোম্পানি’ বলে দেগে এসেছেন। গত বৃহস্পতিবারই জগৎবল্লভপুরে এক দলীয় কর্মীসভা থেকেও শুভেন্দু বলেন, “তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাইপো ম্যানেজিং ডিরেক্টর”। এর উত্তরে দিয়েছিলেন মমতা এবং অভিষেক দু’জনেই।

কিন্তু এবার আজ, শুক্রবার জেলায় ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে একটি সাংবাদিক বৈঠকে গৌতম বলেন, “তৃণমূল একটা কোম্পানি। যার ব্র্যান্ড হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কেউ কিছু নই। আমরা জনপ্রতিনিধিরা একটা ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের সব”।

বলে রাখি, সম্প্রতি উত্তর হাওড়ায় জল জমার সমস্যা নিয়ে নিজের দল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন গৌতম চৌধুরী। রাস্তায় বসে প্রতিবাদও জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তবে এর জন্য খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বেশ ধমক খেয়েছিলেন তিনি। আর এবার ফের একবার দল নিয়ে বিতর্কিত মন্তব্য শোনা গেল তাঁর গলায়। এহেন মন্তব্যের জন্য বেশ অস্বস্তিতে তৃণমূল।

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ শানাতে কসুর করে নি গেরুয়া শিবির। গৌতম চৌধুরীর এমন মন্তব্যের ভিডিও টুইট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “সত্যি কথাটাই উনি বলে ফেলেছেন। ওই দলে যাঁরা আছেন, সকলেই বসের কথা শুনে কাজ করেন। তৃণমূল দল গণতন্ত্র মানে না। ওই দলেও গণতন্ত্র নেই”।

অন্যদিকে, তৃণমূল বিধায়কের এমন মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিভ্রান্তিমূলক এবং অবাঞ্ছিত মন্তব্য। উনি কী বলতে চেয়েছেন, আমি জানি না। শব্দপ্রয়োগ ঠিক নয়। তৃণমূল একটা পুরোদস্তুর রাজনৈতিক দল। দলের সকলেই রাজনৈতিক কর্মী। তবে এটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের প্রধান মুখ। তাঁকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে”।

বিধায়ককে ইতিমধ্যেই দল সতর্ক করেছে বলে জানান হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, “গৌতম চৌধুরীর সঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের কথা হয়েছে এ বিষয়ে। উনি জানিয়েছেন, ভুলবশত এই মন্তব্য করেছে”।

Back to top button
%d