রাজ্য

‘অর্জুনের বিরোধিতা করলে তো আমাদের গায়েই থুতু পড়বে’, ব্যারাকপুর শুটআউট কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সাংসদের পাশে মদন

এর আগে পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুলিশের গাফিলতির অভিযোগ করেন বিধায়ক।

গতকাল, শনিবার বারাসাতের রবীন্দ্র ভবনে একটি স্মরণসভায় যোগ দেন মদন মিত্র। সেখান থেকেই পুলিশের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, “পুলিশের মধ্যে কোথাও কোথাও সমন্বয়ের অভাব ছিল। পুলিশের গাফিলতির থেকে বড় প্রশ্ন হল সরকারি ক্ষমতায় যাঁরা রয়েছেন তাঁদের বিরুদ্ধেই সরকারি সন্ত্রাসের অভিযোগ ওঠে। বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রায়ই অভিযোগ করছে সরকারি সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল”।

তিনি আরও বলেন, “বিরোধীরা দাবী করে বোমা, গুলি মজুত করে রেখেছে শাসকদল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকাকালীন হামলার ঘটনার পর এটা প্রমাণিত আসলে বোমা, বারুদ লুকিয়ে রেখেছিল বিরোধীরাই। পুলিশ সেগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশকে সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করছেন। তারপরেও এই ধরনের ঘটনা কেন ঘটছে তা পুলিশই ভালো বলতে পারবে”।

গত বুধবার সন্ধ্যেয় ব্যারাকপুরের সোনার দোকানে শুটআউট ঘটনায় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় দোকানের মালিকের ছেলের। সেই প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছিলেন অর্জুন সিং। তাঁর সেই মন্তব্যে এবার সহমত পোষণ করলেন মদন মিত্রও। বললেন, “আগে কিছু হলেই আমরা বলতাম, অর্জুন সিং আর বিজেপি গুলি চালাচ্ছে, গণ্ডগোল করছে। কিন্তু এখন তো অর্জুন সিং আমাদের সঙ্গে। ফলে এই মুহূর্তে, অর্জুন সিং গুলি চালাচ্ছে, বা অর্জুন সিং গণ্ডগোল পাকাচ্ছে, এটা তো আমি বলতে পারছি না। বললে তো থুতু আমার গায়েই পড়বে। কারণ, আমার দল তাঁকে গ্রহণ করেছে”।

তাঁর সংযোজন, “আমি অর্জুন সিংয়ের কথা একেবারে ফেলে দিতে পারছি না। অর্জুন সিং একটা কথা বললে সেটির বিরোধিতা করার ক্ষমতা বা অধিকার আমার নেই। কারণ আমি মুখপাত্রও নই, সাংসদও নই”।

অর্জুনের পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক হওয়ার পর এই নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও। তিনি বলেন, “অর্জুন সিং পার্টির বিরোধিতা করে বিজেপির হয়ে জিতেছিলেন ব্যারাকপুর থেকে। পরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তাঁকে তৃণমূলে নেন। এখন অর্জুন সিং যদি রোজ প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে বিবৃতি দেন, তাহলে পার্টি সেটা ভালোভাবে নেবে না”।

অন্যদিকে, অর্জুন সিং বলেন, “আমি তো দলের বিরুদ্ধে সরব হইনি। মমতা বন্দ্যোপাধ্য়ায় আমার নেত্রী ছিলেন এবং সবসময়ই থাকবেন। উনি আমাদের অভিভাবক। কোথাও কোনও ভুল হলেই প্রতিবাদ করব”।

Back to top button
%d bloggers like this: