রাজ্য

তোলাবাজির অভিযোগ তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে, পথে নেমে প্রতিবাদ বিজেপির

সম্প্রতি এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছিল শিবপুরের তৃণমূল বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছিলেন তৃণমূল নেতা। তবে সেই বিতর্ক শেষ হয়নি। এবার মনোজ তিওয়ারির বিরুদ্ধে তোলাবাজি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে পথে নামল বিজেপি।

আজ, রবিবার বিজেপির পক্ষ থেকে শিবপুর বিধানসভা এলাকার কদমতলা বাসস্ট্যান্ডে মনোজের বিরুদ্ধে স্লোগান তুলে সরব হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোস্টার দিয়ে কর্মসূচি পালিত হয়। বিজেপি নেতাদের দাবী, অনৈতিক কাজকর্ম করছেন মনোজ তিওয়ারি। পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ তাদের।

এই বিষয়ে হাওড়া সদর বিজেপি সম্পাদক অজয় মান্না বলেন, “বিধায়ক ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন। এটা ওনার কাজ নয়। আইন-আদালত রয়েছে। সেই জন্য বিজেপির পক্ষ থেকে আমরা পথে নেমেছি। বিধায়ক নিজেই ঠিক করতে পারেন না কোথায় থাকবেন। অথচ কোথা থেকে টাকা কামাবেন সেটা ভালই বোঝেন। আজ উনি অপরাধীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিবপুর বিধানসভায় অনৈতিক কাজ করছেন। পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে। বেআইনি নির্মাণ হচ্ছে। আর সেই রেট উনি ঠিক করে দিয়েছেন। সাধারণ মানুষ খেলোয়াড় হিসাবে ভেবেছিল আর এখন মনোজ বলছেন যে যত বড় মন্ত্রী হোক ওনার এলাকায় ঢুকতে পারবেন না”।

বলে রাখি, গত সপ্তাহে শিবপুরের এক ব্যবসায়ী মানস রায় ও তাঁর স্ত্রীকে মনোজ তিওয়ারির ঘনিষ্ঠরা হুমকি দেন বলে অভিযোগ ওঠে। মানস রায় দাবী করেন, তৃণমূল নেতার দলবল নাকি তাঁকে তাঁর নিজস্ব কারখানা ছেড়ে দিতে বলেছে। সেই নিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর অভিযোগকারীর পাশে দাঁড়ান ওই জেলারই আরেক মন্ত্রী অরূপ রায়। তিনি সাফ জানান, কোনও ধরণের অপরাধমূলক কাজকর্ম বরদাস্ত করবে না দল। দলের কেউ এই ঘটনায় জড়িত থাকলে, পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এরপরই গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে চাঞ্চল্যকর মন্তব্য করেন মনোজ তিওয়ারি। তিনি বলেন, “আমার মনে হচ্ছে কয়েক জনের পছন্দ হচ্ছে না। সে কারণে আমাকে কর্নার করার চেষ্টা হচ্ছে”। এই ঘটনা বিরোধীদের নজর এড়ায়নি। এবার মনোজের বিরুদ্ধে অভিযোগ করে পথে নেমে প্রতিবাদ দেখাল বিজেপি।  

Back to top button
%d bloggers like this: